সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অবস্থা তথৈবচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হতে হয়েছে গম্ভীরের দলকে। টেস্টে হাল ফেরাতে কি রো-কো'র দ্বারস্থ হবেন বিসিসিআই কর্তারা? টেস্টের আঙিনায় ফিরতে কি তাঁদের আবার অনুরোধ করা হবে? এমনই জল্পনা তৈরি হয়েছে। এমনকী চেতেশ্বর পূজারাও নাকি ভাবনায় রয়েছেন। এমন জল্পনার মাঝে কী বললেন বিসিসিআই সচিব?
দু'বছরের মধ্যে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এখানেই শেষ নয়। ৬৬ বছরে প্রথমবার ৭ ম্যাচের মধ্যে পাঁচটি টেস্টে হারতে হয়েছে রাহুল-যশস্বীদের। ইডেনের টার্নিং পিচ হোক কিংবা গুয়াহাটির ‘স্পোর্টিং’ পিচ, সবেতেই ব্যর্থ গৌতম গম্ভীরের ভারত। পরপর ব্যর্থতার পর স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে হেডকোচ গম্ভীরের ভবিষ্যৎ। এই অবস্থায় নাকি টেস্টে তাঁদের অবসর ভেঙে ফেরানোর অনুরোধ করা হতে পারে।
এক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকামের পর কোনও ক্রিকেটারকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করা হতে পারে। কিছু দিন আগেই নাকি এই বিষয়ে ভাবাও হয়েছে। তবে ওই প্রতিবেদনে কারওর নাম করা হয়নি। সেই কারণেই জল্পনা বেড়েছে।
দীর্ঘদিন ভারতীয় দলে ব্রাত্য অজিঙ্ক রাহানে। যেহেতু ওই প্রতিবেদনে কোনও নাম নির্দিষ্ট করে বলা হয়নি, তাই রাহানের নামও ভেবে বসেন অনেকে। আসলে বিরাট, রোহিত, পূজারারা লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে, এখনও ঘরোয়া ক্রিকেটে খেলছেন রাহানে। সেই কারণে তাঁর নাম সামনে আসে। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্তাই নাকি বিরাটদের নাম করেছেন।
এই বিষয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর কথায়, "যদি কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে ফিরে আসতে চান, তাহলে অবশ্যই তাঁদের ফেরানো উচিত।" এই আবহে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া একে অবশ্য 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, "বিরাট কোহলি সম্পর্কে যা বলা হচ্ছে, তা গুজব। ওর সঙ্গে এই বিষয়ে কোনও কথাই হয়নি। গুজবে কান দেবেন না। এরকম কিছুই ঘটেনি।"
