সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল ফিরে আসবেন দিন পনেরোর মধ্যে। উদ্ভূত পরিস্থিতিতে সেই ফেরা আপাতত সুদূর। এত দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে কেমন আছে সুনীতা উইলিয়ামসের স্বাস্থ্য? গুঞ্জন ছড়াচ্ছিল, ভালো নেই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। কিন্তু সমস্ত গুঞ্জন উড়িয়ে নাসা জানিয়ে দিল, কেবল সুনীতাই নন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা সমস্ত নভোচরই সুস্থ রয়েছেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার এক মুখপাত্র জিমি রাসেল মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, স্পেস স্টেশনে যাঁরা রয়েছেন, তাঁরা সকলেই নিয়মিত মেডিক্যাল চেক আপের মধ্যেই রয়েছেন। এখনও পর্যন্ত কারও স্বাস্থ্যেরই কোনও রকম অবনতি হয়নি।
আসলে সুনীতার স্বাস্থ্য সংক্রান্ত জল্পনার শুরুয়াৎ একটি ছবি ঘিরে। সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা ছবিটিতে তাঁকে দেখা যাচ্ছে, পিজ্জা খেতে। সেখানে সুনীতাকে দেখে অনেকেই মন্তব্য করেন, অত্যন্ত রোগা লাগছে তাঁকে। স্বাভাবিক ভাবেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। অবশেষে নাসার বিবৃতিতে মিলল স্বস্তি।
গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ উইলমোর। উৎক্ষেপণের পরেই একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাঁদের মহাকাশযানে। না ঘুমিয়ে নিজেরাই সেই ত্রুটি মেরামত করেন নভশ্চররা। তবে যাবতীয় সমস্যা পেরিয়ে গন্তব্যে পৌঁছে যায় তাঁদের মহাকাশযান। কিন্তু এর পর ফের ত্রুটি ধরা পড়ে। শেষপর্যন্ত স্টারলাইনারকে সুনীতাদের ছাড়াই ফেরত পাঠানোর পরিকল্পনা করা হলেও দুই মহাকাশচারী আপাতত আটকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তবে সুনীতাদের নিয়ে আশঙ্কার কিছু নেই বলে নাসা আগেই দাবি করেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার দাবি, চিন্তার কারণ নেই। অক্সিজেন, খাবার, জল আর জামাকাপড় পৌঁছে দেওয়া হয়েছে কার্গো ফ্লাইটে। এছাড়া স্পেস স্টেশনে এখন সুনীতাদের হাতেই ফলছে সবজি। ফলে খাবারের অভাব হওয়ার কোনও কারণ নেই। মহাশূন্যে কৃষিকাজ নিয়ে সুনীতা আর বুচ এখন গবেষণায় ব্যস্ত।