shono
Advertisement
Bengal Cricket Team

ভেজা পিচ, বিজয় হাজারে ট্রফির জন্য প্রথম দিন অনুশীলনই করতে পারল না বাংলা

রবিবার রাজকোট রওনা হবে দল।
Published By: Prasenjit DuttaPosted: 11:59 AM Dec 20, 2025Updated: 12:23 PM Dec 20, 2025

স্টাফ রিপোর্টার: রনজি ট্রফিতে এখনও পর্যন্ত গ্রুপ শীর্ষে বাংলা। তবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি থেকে দল বিদায় নিয়েছে গ্রুপ পর্বে। লক্ষ্মীরতন শুক্লার টিমের এখন লক্ষ্য বিজয় হাজারে ট্রফি। শুক্রবার সেই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলা। তার আগে অবশ্য সকাল থেকে বিজয় হাজারে ট্রফির জন্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। তবে প্রথম দিন পুরোদমে অনুশীলনই করতে পারল না দল।

Advertisement

কেন অনুশীলন করতে পারেননি বাংলার ক্রিকেটাররা? উত্তর হল, সল্টলেকে জেইউ সেকেন্ড ক্যাম্পাসে প্র্যাকটিস পিচ ভেজা থাকার জন্য। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির হতাশা এবার বিজয় হাজারে ট্রফিতে মুছে ফেলাই লক্ষ্য বাংলার। ২৪ ডিসেম্বর থেকে সেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। সেই মতো শুক্রবার সকালে সল্টলেকে কোচ লক্ষ্মীরতন শুক্লা অনুশীলনে ডাকেন বঙ্গ ক্রিকেটারদের। তবে সকালে দল মাঠে যাওয়ার পর দেখা যায়, নেটে প্র্যাকটিস উইকেট ভিজে রয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দল নির্বাচন সংক্রান্ত বৈঠকের পর সিএবি থেকে অনুশীলনের কথা জানানো হয় সল্টলেক মাঠের দায়িত্বপ্রাপ্তদের। কিন্তু ততক্ষণে উইকেটে জল দেওয়া হয়ে গিয়েছিল। শীতকাল হওয়ায় পিচ শুকোয়নি। টিম মাঠে পৌঁছে দেখে, নেটে ব্যাটিং-বোলিং করার উপায় নেই। সেই কারণে ঘণ্টাখানেক ফিজিক্যাল ড্রিল এবং ফিল্ডিং প্র্যাকটিস করেই সল্টলেক ছাড়েন ক্রিকেটাররা।

শনিবার ফের অনুশীলন রাখা হয়েছে এই মাঠেই। রবিবার রাজকোট রওনা হবে দল। সেখানে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে বাংলা। উল্লেখ্য, বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দলে আছেন মহম্মদ শামি। শক্রবার শাহবাজ এবং শামি ছাড়া দলের বাকি সদস্যরা অনুশীলনে ছিলেন। শামির সরাসরি রাজকোটে চলে আসার কথা। শাহবাজ রয়েছেন জাতীয় দলে। তবে আকাশ-মুকেশ-অভিষেকরা পুরোদমে অনুশীলনের সুযোগই পেলেন না পিচ ভেজা থাকায়। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না বাংলা দল বা সিএবি, কোনও পক্ষই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি থেকে দল বিদায় নিয়েছে গ্রুপ পর্বে।
  • লক্ষ্মীরতন শুক্লার টিমের এখন লক্ষ্য বিজয় হাজারে ট্রফি।
  • প্রথম দিন পুরোদমে অনুশীলনই করতে পারল না দল।
Advertisement