সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১৭ বছর ধরে। এবার টেস্ট ক্রিকেটকে বিদায়ের পালা অ্যাঞ্জেলো ম্যাথিউজের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের পর সাদা জার্সি তুলে রাখবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার। সেই নিয়ে শুভেচ্ছা পেলেন রোহিত শর্মার থেকে। যিনি দিন কয়েক আগেই লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন।
৩৮ বছর বয়সি ম্যাথিউজ দেশের হয়ে ১১৯টি ম্যাচে ৮১৬৭ রান করেছেন। গড় ৪৪.৬২। ১৬টি সেঞ্চুরি ও ৪৫টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামে। একটি ভিডিও বার্তায় রোহিত বলেন, "প্রিয় অ্যাঞ্জি (অ্যাঞ্জেলো), অসাধারণ টেস্ট কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। তুমি শেষ টেস্ট ম্যাচে নামছ। তোমাকে ও তোমার দলকে শুভেচ্ছা জানাই। অনুর্ধ্ব-১৯ সময় থেকে বছরের পর বছর আমাদের মধ্যে ভালো লড়াই চলেছে। তুমি তোমার দেশের আদর্শ সৈনিক। তুমি দেশের জন্য যা করেছ আমি নিশ্চিত, তাতে তোমার দেশ গর্বিত।"
হিটম্যান আরও বলেন, "তুমি যা অর্জন করেছ, তা অনেকেই করতে পারেনি। অবসর জীবন ভালোভাবে কাটাও। তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে।" গলে ম্যাচের আগে গার্ড অফ অনার দেওয়া হয় ম্যাথিউজকে।
প্রথম টেস্টে অবশ্য দাপট বাংলাদেশেরই। যদিও শ্রীলঙ্কার কাছে সুযোগ ছিল, ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার। প্রথম দিনে ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে টাইগারদের ভালো জায়গায় নিয়ে যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই সেঞ্চুরি করে অপরাজিত আছেন। ২৬০ বলে অধিনায়ক শান্তর রান ১৩৬। অন্যদিকে মুশফিকুর রহিম অপরাজিত মুশফিকুর।
