সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্লো ওভার রেটের জন্য শাস্তি পেল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। আর তাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ওঠার লড়াইয়ে খানিকটা হলেও সুবিধা পেল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের পয়েন্ট কাটা যাওয়ায় তাঁরা মোটামুটিভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল। ভারতের মূল লড়াই আপাতত দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকেও একইভাবে শাস্তি দিয়েছে আইসিসি। উভয় দলই নির্দিষ্ট সময়ের মধ্যে তিন ওভার করে কম বল করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলের অধিনায়ক টম লেথাম এবং বেন স্টোকসকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এবং একই সঙ্গে দু’দলের ৩ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে।
ইংল্যান্ড টেস্ট ফাইনালের দৌড়ে না থাকলেও নিউজিল্যান্ড রয়েছে। এমনিতেই প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছে কিউয়িরা। তিন পয়েন্ট খুইয়ে আরও চাপে পড়ে গেলেন লেথামরা। লড়াই থেকে কার্যত ছিটকে গেল নিউজিল্যান্ড। শেষ দুটি টেস্ট জিতলেও অন্য সব দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাঁদের। ফলে ভারতের প্রতিদ্বন্দ্বিতা খানিকটা কমল। তবে বিরাট কিছু সুবিধা রোহিতরা পাবেন না। আগের মতোই ফাইনালে যেতে হলে বর্ডার-গাভাসকর ট্রফি জিততেই হবে রোহিতদের।
পারথে টেস্ট জিতে ফের WTC পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ভারত। তার পর শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ী অজি ব্রিগেড এখন পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে। পরিস্থিতি যা তাতে ভারত যদি ৫-০, ৪-১, ৪-০ বা ৩-০ ফলে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে তাহলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবেন রোহিতরা। সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলাফল নিয়ে ভারতকে মাথা ঘামাতে হবে না। ভারত যদি অস্ট্রেলিয়াকে ৩-১ ফলে হারায়, তাহলে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে। ওই টেস্টে প্রোটিয়ারা জিতলে ভারতের আশা শেষ। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত যদি ৩-২ জেতে তাহলে ফাইনালে যাওয়ার আশা ক্ষীণ হবে। তবে সম্ভাবনা সেক্ষেত্রেও থাকবে।