shono
Advertisement
Shahid Afridi

'কোন মুখে খেলবে?' আফ্রিদির কটাক্ষ ভুল প্রমাণ করল ভারত, হতাশ পাক তারকার ভিডিও ভাইরাল

লেজেন্ডস লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিয়ে পাকিস্তান ম্যাচ বয়কট করেছে ভারতীয় দল।
Published By: Anwesha AdhikaryPosted: 01:45 PM Jul 31, 2025Updated: 01:45 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেজেন্ডস লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিয়ে পাকিস্তান ম্যাচ বয়কট করেছে ভারতীয় দল। তারপরেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভারতীয় দল। হতাশ মুখে সেই দৃশ্য দেখছেন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। উল্লেখ্য, ভারত ম্যাচ খেলতে রাজি না হওয়ায় ফাইনালে উঠে গিয়েছে পাকিস্তান।

Advertisement

ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের মনে পড়ছে আফ্রিদির একটি উক্তি। সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ নিশ্চিত হওয়ার পরে অত্যন্ত অহংকার নিয়ে আফ্রিদি বলেছিলেন, "পাতা নেহি অব কিস মুহ সে খেলেগা। পার খেলেগা হামারে সাথ হি।" অর্থাৎ, জানি না ভারত কোন মুখে খেলবে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবেই। পাক অবসরপ্রাপ্তদের অধিনায়ক আফ্রিদি একপ্রকার নিশ্চিত ছিলেন, ট্রফি জয়ের হাতছানি উপেক্ষা করতে পারবে না ভারত। তাই কঠোর অবস্থান ছেড়ে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে নামবেন শিখর ধাওয়ানরা।

কিন্তু আফ্রিদির কথাকে একেবারে ভুল প্রমাণ করেন ভারতীয় ক্রিকেটাররা। সেমিফাইনালের আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় ক্রিকেটার বলেন, “আমাদের দেশ সকলের উপরে। ইন্ডিয়াকে লিয়ে কুছ ভি। আমরা প্রত্যেকে ভারতীয় দলের সদস্য হিসাবে গর্বিত। বহু কষ্ট, বহু পরিশ্রম করে জার্সিতে দেশের পতাকা লাগাতে পেরেছি। এটা আমাদের অর্জন। তাই দেশকে অপমান করতে পারব না, যাই পরিস্থিতি হোক না কেন। ভারত মাতা কি জয়।” গতবারের চ্যাম্পিয়ন হলেও এবারের টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চেয়ে সরে দাঁড়াল টিম ইন্ডিয়া।

ভারতীয় দল বিশ্ব লেজেন্ডস লিগ থেকে বিদায় নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পরেই ভাইরাল হয় হতাশ মুখে তাকিয়ে থাকা আফ্রিদির ভিডিও। পাক অলরাউন্ডারের কথা ভুল প্রমাণ করে প্রকৃত দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা, এমনটাই মত নেটদুনিয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাক অবসরপ্রাপ্তদের অধিনায়ক আফ্রিদি একপ্রকার নিশ্চিত ছিলেন, ট্রফি জয়ের হাতছানি উপেক্ষা করতে পারবে না ভারত।
  • গতবারের চ্যাম্পিয়ন হলেও এবারের টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চেয়ে সরে দাঁড়াল টিম ইন্ডিয়া।
  • ভারতীয় দল বিশ্ব লেজেন্ডস লিগ থেকে বিদায় নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পরেই ভাইরাল হয় হতাশ মুখে তাকিয়ে থাকা আফ্রিদির ভিডিও।
Advertisement