সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা বলের ক্রিকেটে সরকারিভাবে এখনও অবসর ঘোষণা করেননি। তবু দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের বাইরে শাকিব আল হাসান। ৩ মাসের বেশি সময় খেলা হয়নি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও। দীর্ঘদিন বাদে কামব্যাক করছেন শাকিব। সে অর্থে বলতে গেলে বনবাস কাটিয়ে ফিরছেন। তবে এবার খেলবেন নিজের দেশ বাংলাদেশের বিরুদ্ধেই!
আসলে আগামী ১০ মার্চ অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে এশিয়ান লেজেন্ডস লিগ। মোট পাঁচ দলের ওই প্রতিযোগিতায় খেলবেন অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা। প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স। সব দেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে দলগুলি গড়া হচ্ছে। আর এশিয়ান স্টার্স দলটি গড়া হচ্ছে সব দেশ থেকে কিছু কিছু ক্রিকেটার নিয়ে।
শাকিব প্রথমে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করলেও পরে সিদ্ধান্ত বদলান। শেষ মুহূর্তে ঠিক হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার খেলবেন এশিয়ান স্টার্স দলের হয়ে। ওই দলে শাকিবের সঙ্গে থাকছেন কেদার যাদব, সৌরভ তিওয়ারি, দিলশান মুনাওয়ারা, শাহবাজ নাদিমদের মতো প্রাক্তনরা। বাংলাদেশেরই আর এক ক্রিকেটার অলোক কাপালিও খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। অন্যদিকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মহম্মদ আশরাফুল। শাকিব বাংলাদেশের হয়ে না খেলার অর্থ ওই টুর্নামেন্টে নিজের দেশের বিরুদ্ধেই নামবেন তিনি।
হাসিনা পরবর্তী বাংলাদেশ শাকিবকে নিয়ে দ্বিধাবিভক্ত। নিজের শেষ টেস্ট ঘরের মাটিতে খেলতে চাইলেও ইউনুস সরকার তাঁকে কোনওরকম নিরাপত্তা দিতে রাজি হয়নি। ফলে জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি শাকিবের। তবে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে গেলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছিলেন তিনি। কিন্তু অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় এখন সেটাও বন্ধ। গত প্রায় ১০০ দিন কোনও টুর্নামেন্টে খেলা হয়নি। এবার খেলায় ফিরলেও খেলবেন বাংলাদেশের বিপক্ষে। আর একটা তাৎপর্যপূর্ণ বিষয় হল সরকারিভাবে অবসর না নিলেও শাকিব খেলছেন অবসরপ্রাপ্তদের লিগে। তাহলে কি নিজেকে প্রাক্তন বলে ঘোষণা করে দিলেন বাংলাদেশের অলরাউন্ডার?
