shono
Advertisement
BCCI

বোর্ডের চুক্তিতে অবনমনের মুখে বিরাট-রোহিত! কামব্যাকের পথে 'অবাধ্য' শ্রেয়স

২০২৪ সালের বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার।
Published By: Anwesha AdhikaryPosted: 12:09 PM Mar 25, 2025Updated: 12:09 PM Mar 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অবাধ্য' শ্রেয়স আইয়ার কি আবার ফিরতে চলেছেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে? গত কয়েকদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছে বোর্ডের অন্দরে। আবার প্রশ্ন উঠছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের গ্রেডেশন নিয়েও। দুই মহাতারকার জন্য চুক্তির নিয়ম ভাঙবে বোর্ড? নাকি কেন্দ্রীয় চুক্তিতে অবনমন ঘটবে তাঁদের?

Advertisement

২০২৪ সালের বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়েন ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। বোর্ড সূত্রে জানা যায়, চুক্তি নবীকরণের সময়ে এই দুই ক্রিকেটারের কথা বিবেচনাই করা হয়নি। বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলার কারণেই বাদ দেওয়া হয় দুজনকে। পরে অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো ছন্দে খেলতে দেখা যায় শ্রেয়সকে। জাতীয় দলেও কামব্যাক করেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রানও এসেছে তাঁর ব্যাট থেকেই।

ফলে ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়স ফিরছেন, সেটা প্রায় চূড়ান্ত। নিয়ম অনুযায়ী, বোর্ডের চুক্তিতে জায়গা পাওয়ার জন্য তিনটে শর্তের মধ্যে যেকোনও একটা পূরণ করতে হয়। একবছরের মধ্যে তিনটে টেস্ট, ৮টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি- যেকোনও একটা ফরম্যাটে খেলতে হয়। গত এক বছরে শ্রেয়স ১১টি ওয়ানডে খেলেছেন ভারতের জার্সিতে। ফলে তাঁকে চুক্তিতে রাখা হবে সেটাই স্বাভাবিক। তবে প্রশ্ন উঠছে, কোন গ্রেড পাবেন তারকা ব্যাটার? ২০২৪ সালে বাদ পড়ার আগে তিনি ছিলেন বি গ্রেডে। এবারও কি সেই গ্রেড দেওয়া হবে তাঁকে?

পাশাপাশি ঘুরছে অন্য এক প্রশ্নও। বিরাট-রোহিতদের কোন গ্রেডে রাখা হবে সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা এতদিন এ প্লাস গ্রেডে ছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিরাট, রোহিত আর জাদেজা তিনজনই টি-টোয়েন্টি ফরম্যাট ছেড়ে দিয়েছেন। বিরাট-রোহিত-জাদেজা তিনজনই এখন কেবল টেস্ট আর ওয়ানডে খেলেন। ফলে তাঁদেরকে কোন গ্রুপে রাখা হবে, সেটা নিয়ে জল্পনা চলছে।

কারও কারও মতে, রোহিতরা যে গ্রুপে রয়েছেন, সেখানেই রাখা হোক। রোহিত ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। আর একটা মহলের বক্তব্য হল, যাঁরা তিনটে ফরম্যাটে খেলছেন না, তাঁদের যদি এ প্লাস গ্রেডে রাখা হয়, তাহলে খারাপ বার্তা যেতে পারে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে তাঁদের অবনমন হবে কিনা, নজর রাখছে ক্রিকেটমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৪ সালের বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়েন ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। বোর্ড সূত্রে জানা যায়, চুক্তি নবীকরণের সময়ে এই দুই ক্রিকেটারের কথা বিবেচনাই করা হয়নি।
  • নিয়ম অনুযায়ী, বোর্ডের চুক্তিতে জায়গা পাওয়ার জন্য তিনটে শর্তের মধ্যে যেকোনও একটা পূরণ করতে হয়। একবছরের মধ্যে তিনটে টেস্ট, ৮টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি- যেকোনও একটা ফরম্যাটে খেলতে হয়।
  • রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা এতদিন এ প্লাস গ্রেডে ছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিরাট, রোহিত আর জাদেজা তিনজনই টি-টোয়েন্টি ফরম্যাট ছেড়ে দিয়েছেন।
Advertisement