সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি'র বড় পদে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার আইসিসি'র তরফ থেকে জানানো হয়েছে, পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক। এই কমিটি বিশ্বজুড়ে ক্রিকেটের গুণমান দেখভাল করা ও ভবিষ্যতের রূপরেখা নির্মাণের কাজ করবে।

সৌরভ এর আগেও এই পদে ছিলেন। ২০২১ সালে প্রথমবার পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান হয়েছিলেন তিনি। তার আগে এই পদে ছিলেন অনিল কুম্বলে। তিনি ৩ বছরের মেয়াদসীমা পার করার পর দায়িত্ব ছাড়েন। এবার যে কমিটি তৈরি হয়েছে, সেখানে সৌরভ ছাড়াও আছেন তাঁর প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ।
মোট ছয় সদস্যের এই কমিটিতে সৌরভ ও লক্ষ্মণ ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার ডেসমন্ড হেইনস, প্রাক্তন ইংরেজ তারকা জোনাথন ট্রট, আফগানিস্তানের প্রাক্তন বোলার হামিদ হাসান এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। আইসিসি চেয়ারম্যান জয় শাহের পরামর্শেই এই কমিটি নির্বাচিত হয়েছে।
কিন্তু এই কমিটির কাজটি ঠিক কী? সাধারণত, বিভিন্ন নিয়মের বদল বা কোন পরিস্থিতিতে খেললে মান আরও বাড়তে পারে, সেই বিষয়ে পরামর্শ দেওয়া কাজ। যা আসলে ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য সাহায্য করে। নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার, ডিআরএস ব্যবস্থার উন্নতি বা অবৈধ বোলিং সমস্যা মেটানোর মতো বিষয়গুলি দেখভাল করার দায়িত্ব এই কমিটির। এছাড়া বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার ও জনপ্রিয়তা বৃদ্ধির দায়িত্ব থাকবে এদের। আর যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অভিজ্ঞ ব্যক্তি ও বহুল পরিচিত মুখ এই দায়িত্বে থাকছেন, ফলে এই কমিটি সাফল্য পাবে বলেই মনে করা হচ্ছে।