সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর থরহরি কম্পমান পাকিস্তান। সরাসরি ভারত হামলা করতে পারে, সে আশঙ্কা যেমন রয়েছে, তেমনই আশঙ্কা রয়েছে দেশের 'সম্পদ' জঙ্গিদের রক্ষা করা নিয়েও। পহেলগাঁও হামলার পর থেকেই ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী লস্করের মাথা হাফিজ সইদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পাক সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, হাফিজের নিরাপত্তা চারগুণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সেনা, ড্রোনে চলছে নজরদারি।
হাফিজ সইদ যে পাকিস্তানেই বহাল তবিয়তে রয়েছেন এই গুঞ্জন আজকের নয়। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পহেলগাঁও হামলার অন্যতম মাস্টারমাইন্ড এই হাফিজই। সে পাকিস্তানে বসেই কলকাঠি নেড়েছে। এমনকী হাফিজের ডেরার ছবিও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তানে হাফিজের বাসভবনের সামনের ভিডিও প্রকাশ্যে এনেছে। লাহোরের মহল্লা জহরের একটি অট্টালিকায় সে থাকে। ভিডিওয় দেখা যাচ্ছে, এক সাদা রঙের অতিকায় অট্টালিকায় এখন থাকে হাফিজ। বাড়িটি কিন্তু কোনও পাণ্ডববর্জিত স্থানে নয়, রীতিমতো ঘনবসতির মাঝে অবস্থিত। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা একটি ছবি দেখিয়ে ওই সংবাদমাধ্যম দাবি করেছে, হাফিজের বর্তমান বাসস্থানের পাশে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। রয়েছে একটি প্রাইভেট ব্যাঙ্ক।
হাফিজের আস্তানার ভিডিও প্রকাশ্যে আসার পর পাক প্রশাসনে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায়। সঙ্গে সঙ্গে চারগুণ বাড়িয়ে দেওয়া হয় তার নিরাপত্তা। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রীর নিরাপত্তায় তার আস্তানায় নির্লজ্জের মতো সেনা মোতায়েন করেছে পাক প্রশাসন। ২৪ ঘণ্টা তার বাড়িতে নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্যমে। পাক সেনা, আইএসআই এবং লস্করের যৌথ বাহিনী তার নজরদারিতে মোতায়েন। ওই আন্তর্জাতিক জঙ্গির বাড়ির আশেপাশের চার কিলোমিটার এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এমনকী তার বাড়ির আশেপাশে সাধারণ নাগরিকদের যাতায়াতও বন্ধ।
প্রশ্ন হচ্ছে, একজন ঘোষিত জঙ্গির নিরাপত্তায় কীভাবে প্রকাশ্যে সেনা মোতায়েন করে পাকিস্তান? নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান যে জঙ্গিদের আঁতুড়ঘর, তা বোধহয় এক ‘ওপেন সিক্রেট’। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে ধূসর তালিকাতেও ঢুকতে হয়েছে তাদের। সেই তালিকা থেকে নিষ্কৃতি মিললেও ইসলামাবাদ যে একই ভাবে জঙ্গিদের আশ্রয় দিয়ে চলেছে সেটাই যেন ফের পরিষ্কার হল হাফিজের নিরাপত্তা বাড়ানোতে।
