সিএবি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফের ব্যাট হাতে বাইশ গজে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবি সভাপতি একাদশ বনাম সচিব একাদশের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হচ্ছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেখানেই সভাপতি একাদশের হয়ে নামতে চলেছেন সিএবি সভাপতি সৌরভ স্বয়ং। অন্যদিকে, ৩ ফেব্রুয়ারি 'ফ্র্যাঙ্ক ওরেল ডে'র রক্তদান শিবির আয়োজিত হবে ইডেনে। সেখানে রক্তদাতাদের এবার দেওয়া হবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের সই করা শংসাপত্র।
সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন প্রিন্স অফ ক্যালকাটা। প্রোটিয়াভূমে কোচিং অভিষেক হয়েছে তাঁর। প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করিয়ে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রথমে পরপর ম্যাচ হারলেও SA20 লিগে দুরন্ত কামব্যাক করে প্রিটোরিয়া। টানা ম্যাচ জিতে জায়গা করে নেয় ফাইনালে। কিন্তু তীরে এসে প্রিটোরিয়ার তরী ডোবে। খেতাবি যুদ্ধে হেরে যায় সৌরভের দল। তবে কোচের পারফরম্যান্সে খুশি প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকা অভিযান শেষ করে এবার কলকাতায় দায়িত্ব কাঁধে তুলে নেবেন সৌরভ।
অন্যদিকে, প্রথমবার অনূর্ধ্ব ১৫ ক্রিকেট রাজ্যজুড়ে করতে গিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে সিএবি। কোনও রাজ্যে উঠেছে বয়স ভাঁড়ানোর অভিযোগ, কোথাও আবার প্রতিযোগিতার প্রথম পর্ব আয়োজনে মানা হয়নি কোনও নিয়ম। সঙ্গে আর্থিক অনিয়ম, নিম্নমানের আম্পায়ারিং, খারাপ বলে খেলা হওয়ার মতো বিষয় তো আছেই। সেসব নিয়ে বৈঠকে বসে সিএবি। সেখানে বেশকিছু কঠিন পদক্ষেপ করা হয়েছে। যেমন, হুগলিতে চার ক্রিকেটার বয়স ভাঁড়িয়ে ধরা পরেছে। তাদের আগেই তিন বছর সাসপেন্ড করেছে সংশ্লিষ্ট জেলা। সিএবি-ও তিন বছরের জন্য নিজেদের সব প্রতিযোগিতা থেকে সাসপেন্ড করেছে তাদের।
পাশাপাশি, উত্তর দিনাজপুর এবং বর্ধমান জেলাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়ম মেনে প্রথম পর্ব না করেই জেলার প্রতিনিধি হিসাবে দু'টো দলের নাম সিএবি-কে পাঠায় উত্তর দিনাজপুর। বর্ধমানে আবার কোনও নিয়মই মানা হয়নি প্রায়। সিএবি-র এক কর্তা বলছিলেন, "উত্তর দিনাজপুর আগেই প্রতিযোগিতা আয়োজন করে। আর বর্ধমানে নানা অনিয়ম হয়েছে। আমাদের পোর্টালে যে দলের নাম তোলা হয়েছে, তারা প্রতিযোগিতায় খেলেইনি। অর্ধেক পিচে ম্যাট পেতে ম্যাচ করার বিষয়টিও রয়েছে। তাই এই দুই জেলাকে বাদ দেওয়া হয়েছে। মানভূমে প্রথম পর্ব না হওয়ায় ওরাও বাদ।"
