shono
Advertisement
Babar Azam

ফিল্ডিংয়ের সময় চরম অপমান, বাবরকে আউট করালেন সতীর্থ স্মিথই! রেগে আগুন পাক তারকা

বিগ ব্যাশে দলের সতীর্থরাও বাবরকে অপমান করতে ছাড়ছেন না। এমনকী সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নেমে স্টিভ স্মিথ এমন আচরণ করলেন, যাতে রেগে আগুন পাকিস্তানি তারকা।
Published By: Arpan DasPosted: 08:17 PM Jan 16, 2026Updated: 10:35 PM Jan 16, 2026

বিগ ব্যাশে পাকিস্তানি ক্রিকেটারদের অপমানের পর্ব শেষই হচ্ছে না। বিশেষ করে বাবর আজম তো মাঠে নামলেই কোনও না কোনও সমস্যায় পড়ছেন। আউট হওয়া, রান না পাওয়া, কিংবা কাছিমের গতিতে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ঘটনা তো আছেই। এবার দলের সতীর্থরাও তাঁকে 'অপমান' করতে ছাড়ছেন না। এমনকী সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নেমে স্টিভ স্মিথ এমন আচরণ করলেন, যাতে রেগে আগুন পাকিস্তানি তারকা।

Advertisement

অস্ট্রেলিয়ার লিগে দশম ওভারের পর থাকে পাওয়ার সার্জ। ওই দু'ওভারে মাত্র দু'জন প্লেয়ারকে সার্কলের বাইরে রাখা যায়। অর্থাৎ ব্যাটারদের জন্য রান তোলার সুযোগ বেশি থাকে। তার আগের ওভারে বাবর লাগাতার ডট বল খেলছিলেন। অথচ পাওয়ার সার্জের আগের ওভারের শেষ বলে তিনি এক রান নিতে চেয়েছিলেন। কিন্তু বাবরের 'টেস্ট ব্যাটিংয়ে' হতাশ স্মিথ রান নিতে চাননি। পরের ওভারে স্মিথ ব্যাট করতে এসে পরপর চারটি ছয় মারেন। শেষ পর্যন্ত ৪২ বলে সেঞ্চুরি করেন। দলও পাঁচ উইকেটে জেতে।

অন্যদিকে তার পরের ওভারেই ব্যাট করতে আসেন বাবর। আর ওভারের প্রথম বলেই আউট। স্মিথ যদি আগের ওভারে রান নিতেন, তাহলে হয়তো বাবর আউট হতেন না। ফলে আউট হয়ে রেগে আগুন বাবর। মাঠ থেকে বেরনোর সময় বাউন্ডারির দড়িতে সজোরে ব্যাট দিয়ে আঘাত করেন। বিগ ব্যাশের পক্ষ থেকেও সোশাল মিডিয়ায় লেখা হয়, 'বাবর একেবারেই খুশি নয়। সিডনির মাঠে ম্যাচের মধ্যে নাটক। স্টিভ স্মিথ বাবরকে নাম নিতে না করেন, যাতে পাওয়ার সার্জের সময় নিজে ব্যাট করতে পারেন।'

অবশ্য 'অপমানে'র সূত্রপাত ফিল্ডিংয়ের সময়ই। আগে ব্যাট করে থান্ডার ১৮৯ রান করে। বাউন্ডারি লাইনে একটি বল বাবর ধরতে পারেননি। দ্বিতীয়বার একই জায়গায় বল যাওয়ায় স্টিভ স্মিথ বিরক্ত হয়ে বাবরকে সরে যেতে বলেন। আর তিনি নিজে কষ্ট করে গিয়ে রান বাঁচান। ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি করলেও থান্ডার্সকে জেতাতে পারেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement