শুভমান গিলের নেতৃত্বে এখনও ওয়ানডে সিরিজ জেতা হয়নি ভারতের। পাশাপাশি ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি একা লড়াই করেও দলকে জেতাতে পারেননি। কোথায় ভুল হল? সিরিজ হারের জন্য 'ভিলেন' কে? নাম না করেও সেটা বলে দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
সানি বলছেন, "আমি কারও নাম নিতে চাই না। কিন্তু কয়েকজনকে দেখছি বিপক্ষকে সহজে সিঙ্গল নিতে দিচ্ছে। রোহিত খুব দ্রুত ফিল্ডিং করছে। কোহলি যে কত বড় অ্যাথলিট, তা সবাই জানে। কিন্তু আমার মনে হচ্ছে, ফিল্ডিং আরও ভালো হতে পারত।" যে কারণে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসদের চাপে রাখা যায়নি। অনায়াসে বড় রান করে যান তাঁরা।
সেখানেই গাভাসকর থামেননি। তিনি আরও বলেন, "যতক্ষণ না বিরাট কোহলি কাউকে পাশে পাচ্ছে, ততক্ষণ কাজটা কঠিনই হবে। আজ যেমন খুবই কম সাহায্য পেয়েছে। সিরিজজুড়ে ভারতের প্রধান সমস্যা হয়েছে, ম্যাচের শুরুটা। কথায় বলে, শুরুটা ভালো হলে কাজ অর্ধেক হয়ে যায়। এই সিরিজে ভারতের শুরুটা ভালো হয়নি। তাই বড় রান তাড়া করা যায়নি।"
সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন গাভাসকর। সেই তুলনায় তরুণ ক্রিকেটারদের দায়িত্ববোধ ও লড়াকু মেজাজ নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেন, "কোহলিকে দেখে শিখুক। ও একটাই কাজ করতে জানে। সেটা হল রান করা। লড়াকু মানসিকতাটাই আসল। ও কখনও হার মানে না। এমনকী শেষ পর্যন্ত কোহলি চেষ্টা করে গিয়েছিল।" কোহলির ১০৮ বলে ১২৪ রানের ইনিংসটা থেকে তরুণ ক্রিকেটাররা শিখতে পারেন, কীভাবে চাপ সামলাতে হয়। কীভাবে প্রতিপক্ষকে পালটা চাপে ফেলতে হয়। দ্রুত গতিতে স্ট্রাইক রোটেট করতে ৩৭ বছরের কোহলির জুড়ি মেলা ভার। কিন্তু কারও সঙ্গ পেলেন না। ভারত ম্যাচও হারল।
