shono
Advertisement
T20 World Cup 2024

'কোহলির মতো লম্ফ ঝম্প করে না, কিন্তু...', সেমিফাইনালের আগে রোহিতের বিরাট প্রশংসায় কপিল

রইল সেই ভিডিও।
Published By: Krishanu MazumderPosted: 04:00 PM Jun 27, 2024Updated: 04:24 PM Jun 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই বলতেন, তাঁর আউটসুইং ছিল ঈশ্বরদত্ত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেশের প্রাক্তন অধিনায়ক আক্ষেপ করে বলতেন, তাঁর দলে যদি একজন কপিলদেব নিখাঞ্জের (Kapil Dev) মতো অলরাউন্ডার থাকতেন।
সেই কপিলদেব নিখাঞ্জ বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার তুলনা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) সুপার এইটের শেষ ম্যাচে অজিদের বিরুদ্ধে রোহিত শর্মা বিস্ফোরক ব্যাটিং করেছেন। নার্ভাস নাইন্টিতে ফিরে গেলেও রোহিত শর্মার ব্যাটই অস্ট্রেলিয়াকে কার্যত ম্যাচ থেকে নক আউট করে দেয়। এক অনুষ্ঠানে কপিল বলেন, ''বিরাট কোহলির মতো রোহিত শর্মা লম্ফ ঝম্প করে না। আগ্রাসন দেখায় না। রোহিত নিজের সীমা জানে। সেই সীমার মধ্যে রোহিতের সমতুল্য আর কেউ নেই।''

Advertisement

[আরও পড়ুন: ফুটছে ইংল্যান্ড, বদলার আবহে আজ ফাইনালে ওঠার যুদ্ধে নামছেন রোহিতরা

 


কপিলের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেখানেই দুই তারকা ক্রিকেটারের মধ্যে তুলনা করেছেন কপিল। তিনি যে সময়ে খেলতেন তখন টি-টোয়েন্টি ফরম্যাটের ধারণা শাখাপ্রশাখা মেলেনি। সুনীল গাভাসকর বলেছিলেন, আইপিএলের নিলামে কপিলকে তোলা হলে চোখ বন্ধ করে ওর দাম হতো ২৫ কোটি টাকা। সেই কপিল ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রসঙ্গে বলছেন, ''অনেক বড় ক্রিকেটার আসবে। তারা নিজেদের কেরিয়ার নিয়েই বেশি ভাবনাচিন্তা করে। নেতৃত্বও দেয় সেই দৃষ্টিভঙ্গি নিয়েই। এখানেই রোহিত বাকিদের থেকে আলাদা। গোটা দলকে খুশি রাখে রোহিত।''

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে সেয়ানে সেয়ানে টক্কর, একনজরে ভারত-ইংল্যান্ডের শক্তি-দুর্বলতা] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সবাই বলতেন, তাঁর আউটসুইং ছিল ঈশ্বরদত্ত।
  • সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেশের প্রাক্তন অধিনায়ক আক্ষেপ করে বলতেন, তাঁর দলে যদি একজন কপিলদেব নিখাঞ্জের (Kapil Dev) মতো অলরাউন্ডার থাকতেন।
  • সেই কপিলদেব নিখাঞ্জ বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার তুলনা করেছেন।
Advertisement