shono
Advertisement

Breaking News

Narendra Modi

রাজা চার্লসের দরবারে ছবি তুলতে 'বাধা', মোদির সঙ্গে ছবিতে প্রতিজ্ঞা পূরণ টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের

কী বলেছেন উইমেন ইন ব্লু'র হেডকোচ অমল মজুমদার?
Published By: Prasenjit DuttaPosted: 04:11 PM Nov 06, 2025Updated: 04:11 PM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের ইংল্যান্ডের রাজা চার্লসের সঙ্গে ছবি তুলতে দেওয়া হয়নি! এমন ঘটনার কথাই প্রকাশ্যে আনলেন 'উইমেন ইন ব্লু'র হেডকোচ অমল মজুমদার। বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির লোককল্যাণ মার্গে তাঁর সঙ্গে দেখা করেছিলেন হরমনপ্রীতরা। সেখানেই এমন কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় মহিলা দলের কোচ।

Advertisement

বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে বসে বেশ খানিকক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে ক্রিকেটারদের প্রত্যেকদিনের জীবনযাত্রা, আলোচনায় উঠে এসেছিল এমন অনেক বিষয়। ক্রিকেটারদের সঙ্গে ছিলেন হেডকোচ অমল মজুমদার, সহকারী কোচ এবং সাপোর্ট স্টাফেরা। অমল মজুমদার জানান, জুন মাসে ভারতীয় মহিলা দলের ইংল্যান্ড সফরের সময় তাঁরা রাজা চার্লসের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। তারপর কী হয়েছিল?

তিনি বলেন, "জুন মাসের ইংল্যান্ড সফরের কথা। সেখানে আমরা রাজা চার্লসের সঙ্গে দেখা করেছিলাম। কিন্তু তাদের প্রোটোকল হল, নির্দিষ্ট ফ্রেমে ২০ জনের বেশি রাখা সম্ভব নয়। তাই দলের সাপোর্ট স্টাফরা উপস্থিত থাকতে পারেননি। ওদের বলি, 'অত্যন্ত দুঃখিত, প্রোটোকল মাত্র ২০ জন সদস্যের জন্য'। তখন ওরা বলে, 'রাজাকে বাদ দিন, বিশ্বকাপ জেতার পর আমরা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি তুলব।' কথাটা কিন্তু সত্যি হয়ে গেল। আজ সেই দিন।"

ভারতীয় দলের ১৫ জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের পাঁচজন সদস্যকে বাকিংহাম প্যালেসে অনুমতি দেওয়া হয়েছিল। ফলে বাকি সাপোর্ট স্টাফদের বেশিরভাগই রাজার সঙ্গে ছবি তুলতে পারেননি। উল্লেখ্য, ২০১৭ বিশ্বকাপ ফাইনালে হারের পরও ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের ইংল্যান্ডের রাজা চার্লসের সঙ্গে ছবি তুলতে দেওয়া হয়নি!
  • এমন ঘটনার কথাই প্রকাশ্যে আনলেন 'উইমেন ইন ব্লু'র হেডকোচ অমল মজুমদার।
  • বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement