সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটো লক্ষ্য। এক, অবশ্যই সিরিজ জয়। সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি সারা। দু'মাস পরই দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু। তার আগে টি-টোয়েন্টি সিরিজগুলোতে ভারতীয় কোচ গৌতম গম্ভীর যে কাপ প্রস্তুতি সেরে রাখতে চাইবেন, সেটাই স্বাভাবিক। টিম কম্বিনেশন দেখে নিতে চাইবেন।
গম্ভীরকে বিশেষভাবে স্বস্তি দেবে হার্দিক পাণ্ডিয়ার ফর্ম। কটকে ভারতীয় ব্যাটিং একেবারেই ছন্দে ছিল না। ব্যতিক্রম শুধু হার্দিক। লোয়ার অর্ডারে যে ইনিংস খেলেছেন, সেটাই ম্যাচের রং বদলে দিয়ে যায়। চোট সারিয়ে ফিরেছেন ভারতীয় তারকা অলরাউন্ডার। হার্দিকের কথায়, "যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমি খুশি। উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক ছিল না। আমি নিজের শটগুলোকে ব্যাক করেছি। একটা কথা আমি সবসময় বিশ্বাস করে এসেছি। হার্দিক কী চাইছে, সেটা আসল নয়। আমার কাছে আসল হল দল কী চাইছে। দলের কী প্রয়োজন। সেই অনুযায়ী সবসময় খেলার চেষ্টা করি।" হার্দিকের পাশাপাশি বলতে হবে ভারতীয় বোলারদের কথাও। ভারতীয় বোলিং দাপটে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায়।
বৃহস্পতিবার মুল্লানপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি। মোহালির পাশাপাশি নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে। আইপিএলের ম্যাচ হয়েছে। কয়েকটা মহিলাদের ম্যাচ হয়েছে। সেখানেই ছেলেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পরিসংখ্যান বলছে, মুল্লানপুরে প্রচুর রান হয়। অর্থাৎ ব্যাটিং সহায়ক বাইশ গজ। এবারও তার অন্যথা হচ্ছে না বলেই শোনা গেল। এটা আবার তিন ভারতীয় ক্রিকেটারের ঘরের মাঠ। শুভমান গিল, অভিষেক শর্মা আর অর্শদীপ সিং। শুভমান আর অভিষেক দু'জনেই প্রথম ম্যাচে রান পাননি। ঘরের মাঠে দু'জনেই বড় রানের লক্ষ্য নিয়ে নামছেন। যা পরিস্থিতি, তাতে দ্বিতীয় ম্যাচে দলে কোনও বদল হচ্ছে না। অর্থাৎ জশপ্রীত বুমরাহ আর অর্শদীপের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে থাকছেন হার্দিক। শিবম দুবে রয়েছেন। তিন স্পিনার-অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী। কটকের পর মুল্লানপুরেও জয় নিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শুধু একটাই চিন্তা। টপ অর্ডারের ফর্ম। সূর্যরা আজ রানে ফেরেন কিনা, সেটাই দেখার।
আজ টিভিতে
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
সন্ধে ৭.০০, মুল্লানপুর
স্টার স্পোর্টস
