সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি কেরিয়ারে শততম উইকেট পেয়েছেন বুমরাহ। একমাত্র ভারতীয় বোলার হিসাবে তিন ফরম্যাটেই উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। আবার বিশ্বের পঞ্চম বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হল, নো বলে শততম উইকেট পেয়েছেন বুমরাহ? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নজির গড়লেও এই প্রশ্নটা কিন্তু এড়ানো যাচ্ছে না।
ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন টিম ইন্ডিয়ার বোলিং ফিগারহেড। কিন্তু সেই উইকেট নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। প্রোটিয়াদের ইনিংসের ১০.২ ওভারের ঘটনা। বুমরাহর বল তুলে মারতে গিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ডেওয়াল্ড ব্রেভিস। প্রোটিয়া ব্যাটারকে যে বলে তিনি আউট করেছেন, সেটা নাকি নো বল ছিল। আম্পায়াররা ফ্রন্ট-ফুট নো বল পরীক্ষাও করেন। সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে। তাঁর কাছে অবশ্য বলটি বৈধ ছিল। সাজঘরে ফেরেন ব্রেভিস।
আম্পায়াররা যতই বলটিকে 'লিগ্যাল' বলুক না কেন, ক্যামেরার অন্য অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, ওভারস্টেপ করেছেন বুমরাহ। দেখা যায় ভারতীয় গতি তারকার পা পপিং ক্রিজের পিছনে ছিল না। এমনকী ধারাভাষ্যকার এমপুমেলেলো এমবাংওয়া, মুরলী কার্তিকও বলটির 'বৈধতা' নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কার্তিকের দাবি, যে অ্যাঙ্গেলটি দেখে তৃতীয় আম্পায়ার বলটিকে 'বৈধ' ঘোষণা করেছেন, তা চূড়ান্ত নয়।
নেটিজেনরা বলছেন, ওটা নো বল হলেও কটকে উইকেটের সেঞ্চুরি আটকাত না তাঁর। কারণ ১১তম ওভারের পঞ্চম বলে কেশব মহারাজের উইকেট পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে বুমরাহর আগে চার বোলার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সেই তালিকায় রয়েছেন লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, শাকিব আল হাসান এবং শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের পর এখন পর্যন্ত ৮১ টি-টোয়েন্টি ম্যাচে ১০১ উইকেট পেয়েছেন বুমরাহ। গড় ১৮.১১।
টেস্ট এবং ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ২৩৪ এবং ১৪৯। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে তাঁর উইকেট ৪৮৪। অর্থাৎ ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে মাত্র ১৬টি উইকেট দূরে রয়েছেন তিনি। উল্লেখ্য, প্রোটিয়াদের উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার বিস্ফোরক ইনিংসের পর বোলাররা দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে বড় ঘটনা ঘটেছে বুমরাহর নো বল নিয়ে।
