shono
Advertisement
Temba Bavuma

মাত্রা ছাড়ায়নি কোচের 'বর্ণবিদ্বেষী' মন্তব্য, বুমরাহর 'বামুন' কটাক্ষ টেনে সরব বাভুমা

ইংরাজির ‘গ্রোভেল’ শব্দটি ব্যবহার করে বিতর্কে দক্ষিণ আফ্রিকার কোচ।
Published By: Anwesha AdhikaryPosted: 04:20 PM Nov 26, 2025Updated: 04:39 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বর্ণবিদ্বেষী' মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকা কোচ! গুয়াহাটি টেস্ট চলাকালীন এই নিয়ে উত্তাপ বাড়ে ক্রিকেটমহলে। তবে ৪০৮ রানে টেস্ট জিতে কোচের পাশেই দাঁড়ালেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। সমালোচকদের মনে করিয়ে দিলেন, এই সিরিজে তাঁকেও বামন বলে কটাক্ষ করেছেন ভারতীয় ক্রিকেটাররা। তাই একা দক্ষিণ আফ্রিকা কোচকে দায়ী করা উচিত নয়।

Advertisement

গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে নিজেদের পরিকল্পনা ফাঁস করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তাঁর কথায়, “ভারতীয় পায়ের তলায় রাখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা।” এই কথাটি বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ইংরাজির ‘গ্রোভেল’ শব্দটি। যা বর্ণবিদ্বেষের প্রতীক। দক্ষিণ আফ্রিকায় এক সময় এই শব্দটি ব্যবহার করা হত কৃষ্ণাঙ্গ মানুষদের অপমান করার জন্য। স্বাভাবিকভাবেই কনরাডের মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছে।

গুয়াহাটিতে ম্যাচ জেতার পর বাভুমাকে প্রশ্ন করা হয় কনরাডের মন্তব্য নিয়ে। জবাবে প্রোটিয়া অধিনায়ক বলেন, "আমি সকালে জানতে পারি এই কথা। তখন ম্যাচ নিয়ে ভাবছিলাম, তাই কথা হয়নি। শুকরির প্রায় ৬০ বছর বয়স হয়েছে, ও নিশ্চয়ই এই কথাটা নিয়ে ভাববে।" এর পরেই জশপ্রীত বুমরাহর 'বউনা' মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন বাভুমা। নাম না করে তিনি বলেন, "এই সিরিজে তো অনেকেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমি মনে করি না কোচ কোনও সীমা অতিক্রম করেছেন। তবে উনি নিশ্চয় এই মন্তব্য নিয়ে ভেবে দেখবেন।"

উল্লেখ্য, ইডেন টেস্ট চলাকালীন বাভুমার প্যাডে লাগতেই এলবিডব্লিউ’র আবেদন করেন বুমরাহ। আম্পায়ার অবশ্য আউট দেননি। ডিআরএস নেবেন কি না, তা নিয়ে পন্থের সঙ্গে আলোচনা করছিলেন তারকা পেসার। স্টাম্প-মাইকে ধরা পড়ে বাভুমার উদ্দেশে বুমরাহ বলছেন, “বউনা ভি হ্যায়…”। ‘বউনা’ শব্দের অর্থ বেঁটে বা নাটা। সেই মন্তব্যকে হাতিয়ার করেই কোচের পাশে দাঁড়ালেন বাভুমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে নিজেদের পরিকল্পনা ফাঁস করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।
  • গুয়াহাটিতে ম্যাচ জেতার পর বাভুমাকে প্রশ্ন করা হয় কনরাডের মন্তব্য নিয়ে।
  • ইডেন টেস্ট চলাকালীন বাভুমাকে ‘বউনা’ বলেছিলেন বুমরাহ।
Advertisement