shono
Advertisement
T 20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ ভারতীয় তারকার জায়গা পাকা! বোর্ড কর্তার দাবি ঘিরে জোর চর্চা

জেনে নিন দশ ভারতীয় তারকার নাম।
Posted: 10:19 AM Apr 18, 2024Updated: 10:30 AM Apr 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের দলগঠন এখনও হয়নি। কয়েকদিনের মধ্যেই নির্বাচকরা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন। কিন্তু সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ১০ ভারতীয় তারকার বিশ্বকাপ খেলা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। 
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে এই দশ তারকার কথাই জানিয়েছেন। গত সপ্তাহে অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর আলোচনায় বসেছিলেন। সেখানেই এই দশ ভারতীয় তারকাকে নিয়ে আলোচনা হয়। তাঁদের সবুজ সঙ্কেতও দেওয়া হয়। 
আইপিএলে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে প্রবল বিতর্ক হলেও বিশ্বকাপের বিমানে তাঁর ওঠা নিয়ে কোনও সন্দেহই নেই। আইপিএলের বাকি ম্যাচগুলোয় তাঁর বোলিংয়ের দিকে নজর রাখা হবে বলে জানা গিয়েছে। হার্দিকের জায়গা নেওয়ার মতো অলরাউন্ডার এই মুহূর্তে দেশে নেই। 

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত অ্যাংরি র‌্যান্টম্যান, বাঙালি ইউটিউবারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াপ্রেমীরা]

 

এদিকে একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, বিরাট কোহলির (Virat Kohli) উপরে শর্ত চাপিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপ দলে থাকতে হলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামতে হবে তাঁকে। যদিও ওপেন করা নিয়ে সমস্যা হওয়ার কথা নয় কোহলির। কারণ আইপিএলে আরসিবির হয়ে ওপেনই করছেন বিরাট।
রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব, পেসার জশপ্রীত বুমরাহ, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, উইকেট কিপার ঋষভ পন্থ, পেসার অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব বিশ্বকাপের দল থাকছেনই।
প্রথম একাদশে এঁদের মধ্যে নজনের জায়গা পাকা বলে জানিয়েছেন সেই বোর্ড কর্তা। অর্শদীপ বা সিরাজের মধ্যে কোনও একজনকে বসতে হতে পারে। তাহলে অতিরিক্ত একজন স্পিনার নিয়ে খেলতে পারবে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পরিবেশ পরিস্থিতি কীরকম থাকে, তার উপর নির্ভর করছে অনেককিছু।
সিরাজ ক্রমাগত খেলে চলেছেন। সেই কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে বিশ্রাম দিচ্ছে। পন্থের জায়গা দলে পাকা হয়ে গেলেও দ্বিতীয় উইকেট কিপারকে ব্যাক আপ হিসেবে নিয়ে যেতে চাইছে ভারত। তার জন্য ঈশান কিষান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মার মধ্যে লড়াই হবে।
শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং ও শিবম দুবের মধ্যে তিনজনকে নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের সেই কর্তা। ব্যাক আপ স্পিনারের লড়াইয়ে রয়েছেন, যুজবেন্দ্র চহাল, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। 

[আরও পড়ুন: সুনীলকে ওপেনিংয়ে এনেছেন গম্ভীর, রহস্য ফাঁস রিঙ্কুর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপের দলগঠন এখনও হয়নি।
  • কয়েকদিনের মধ্যেই নির্বাচকরা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন।
  • কিন্তু সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ১০ ভারতীয় তারকার বিশ্বকাপ খেলা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে।
Advertisement