সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে পরাস্ত হয়েছে পাকিস্তান। এরপর শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। ছবিটা বদলায়নি। নেপিয়ারে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে'তে পাক বাহিনী ৭৩ রানে হেরে যায়। এই পরাজয়ের পর রাগে অগ্নিশর্মা প্রাক্তন ক্রিকেটার এবং কোচ বাসিত আলি। তাঁর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর আজমকে ওপেনিংয়ে পাঠানো নির্বাচকদের একটি ভুল সিদ্ধান্ত ছিল। যাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের এর জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের লজ্জাজনক ব্যাটিং নিয়ে রীতিমতো বিস্ফোরক বাসিত বলেন, “বাবর কেন তিন নম্বরে খেলল? ও তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং করেছিল। যারা ওকে ওপেন করার কথা বলেছিল, তারা এখন কোথায়? দেশের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। এখন তাদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না।”
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি তীব্র সমালোচনা করে বলেন, “যারা ক্রিকেটের অধ্যাপক হওয়ার চেষ্টা করে, তাদের জুতো পেটা করা উচিত।” তবে গত কয়েক বছরে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পিছনে একটি কারণকে তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, যারা বাবর এবং রিজওয়ানকে ওপেনার বানিয়েছে, তারাই পাকিস্তান ক্রিকেটের বারোটা বাজিয়ে দিয়েছে। যদিও এই প্রসঙ্গে তিনি কারোর নাম করেননি। তাঁর কথায়, “যে ব্যক্তি বাবর এবং রিজওয়ানকে ওপেনারে পরিণত করেছে, সে-ই পাকিস্তান ক্রিকেট ধ্বংসের জন্য দায়ী। পাকিস্তান দল একটি ফ্র্যাঞ্চাইজি দলে পরিণত হয়েছে। পক্ষপাতিত্বের উপর ভিত্তি করেই তৈরি এই পাক দল।”
উল্লেখ্য, বাবর আজম ৭৮ রানে যখন সাজঘরে ফেরেন, তখন পাকিস্তানের রান ৪ উইকেটে ২৪৯। এরপরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ইনিংস। ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭১ রানে শেষ হয়ে যায় তারা। আর এমন হারের পরেই শুরু হয়েছে পাকিস্তান দল নিয়ে কাটাছেঁড়া। সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছে 'মেন ইন গ্রিন'।