shono
Advertisement
Ashes

সেঞ্চুরিতে নজির হেডের, চালকের আসনে অস্ট্রেলিয়া, অ্যাশেজ হাতছাড়ার আশঙ্কায় ইংল্যান্ড

তৃতীয় দিনের শেষে বিশাল লিড নিয়েছে অস্ট্রেলিয়া।
Published By: Prasenjit DuttaPosted: 03:18 PM Dec 19, 2025Updated: 03:20 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ট্রাভিস হেডের নজির গড়া সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় ইনিংসে অজি বাহিনীর রান ৪ উইকেটে ২৭১। ইংল্যান্ডের থেকে এখনই ৩৫৬ রানে এগিয়ে প্যাট কামিন্সরা।

Advertisement

অ্যালেক্স ক্যারির সেঞ্চুরির সৌজন্যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৭১ রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ২১৩ রান করে চাপে ছিল ইংল্যান্ড। অপরাজিত ছিলেন বেন স্টোকস (৪৫) এবং জোফরা আর্চার (৩০)। তৃতীয় দিনের শুরু থেকেই দুরন্ত খেলেন ইংল্যান্ড অধিনায়ক। অবশেষে মিচেল স্টার্কের বলে ৮৩ রানে সাজঘরে ফেরেন। হাফসেঞ্চুরি করেন আর্চারও। শেষ পর্যন্ত ২৮৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। 

৮৫ রানের লিড নিয়ে নেমে শুরুতেই জ্যাক ওয়েদারল্ডের (১) উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। তিনে নামা মার্নাস লাবুশানেও (১৩) রান পাননি। প্রথম ইনিংসে ৮২ করা উসমান খোয়াজাকে দ্বিতীয় ইনিংসে বেশ নিখুঁত দেখাচ্ছিল। তবে তিনিও ৪০-এর বেশি করতে পারেননি। খোয়াজার পর সাত-তাড়াতাড়ি ফিরে যান আইপিএলে বিরাট দর পাওয়া ক্যামেরন গ্রিন (৭)। একটা সময় অস্ট্রেলিয়ার ১৪৯ রানে ৪ উইকেট পেলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আর্চাররা। বলা চলে, এখান থেকেই 'প্রতি আক্রমণ' শুরু করেন হেড। তাঁকে যোগ্য সঙ্গত দেন উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি।

তৃতীয় দিনের শেষে ১৪২ রানে অপরাজিত হেড। ক্যারি অপরাজিত ৫২ রানে। লাল বলের ক্রিকেটে ১১তম সেঞ্চুরি হাঁকালেন হেড। একই সঙ্গে অস্ট্রেলিয়ার কোনও একটি মাঠে চারটি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়লেন। অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসাবে এই নজির তাঁর। আর সব মিলিয়ে পঞ্চম ব্যাটার হিসাবে এই কীর্তি স্থাপন করেছেন হেড। ডন ব্র্যাডম্যান, ওয়ালি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক এবং স্টিভ স্মিথের সঙ্গে এক কাতারে বসলেন বাঁ-হাতি ওপেনার। হেড এবং ক্যারির পঞ্চম উইকেটের জুটিতে উঠেছে ১২২ রান। যা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। উল্লেখ্য, অ্যাশেজে ২-০ পিছিয়ে ইংল্যান্ড। অ্যাডিলেডে হেরে গেলে সিরিজ হারতে হবে স্টোকসদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাশেজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া।
  • অ্যাডিলেডে ট্রাভিস হেডের নজির গড়া সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় ইনিংসে অজি বাহিনীর রান ৪ উইকেটে ২৭১।
  • ইংল্যান্ডের থেকে এখনই ৩৫৬ রানে এগিয়ে প্যাট কামিন্সরা।
Advertisement