অনূর্ধ্ব ১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারতের সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনে সামিল হলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা।
শুক্রবার নিউজিল্যান্ডকে হারানোর ফলে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছে। যার ফলে আগামী রবিবার ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, সুপার সিক্সের গ্রুপ 'বি' থেকে একটি দলই সেমিফাইনালে যাবে। তার আগে বৈভব সূর্যবংশী, আয়ুশ মাত্রেদের ক্লাস নিলেন শচীন।
বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, 'ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে শচীনের পরামর্শ এক অমূল্য অভিজ্ঞতা। ট্যাকটিক্যাল বিষয় ছাড়াও মনোনিবেশ করা, শৃঙ্খলাবদ্ধ হওয়া এবং নম্রতা বজায় রেখে সাফল্য পাওয়া নিয়ে তাদের পরামর্শ দিয়েছেন শচীন।'
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছুটছে ভারতের জয়রথ। এখনও পর্যন্ত সবকটি ম্যাচই জিতেছে বৈভব-আয়ুষরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে তো ২০৪ রানের বিরাট ব্যবধানে জিতেছিল। আগুনে ফর্মে আছে উইকেটকিপার অভিজ্ঞান কুণ্ডু। তবে এটাও ঠিক এশিয়া কাপ ফাইনালে সমীর মিনহাসের দাপটে জিতেছিল পাকিস্তান। এবার বিশ্বকাপে প্রতিশোধের লড়াই ভারতের সামনে। সেই যুদ্ধে শচীনের মন্ত্র বৈভবরা কাজে লাগাতে পারে কি না, সেটাই দেখার।
