shono
Advertisement
Bengal Ranji Team

দশে 'এগারো' পারফরম্যান্স শাহবাজের, হরিয়ানাকে উড়িয়ে রনজির গ্রুপ শীর্ষে বাংলা

রনজির গ্রুপ পর্বে হরিয়ানার বিরুদ্ধে সহজ জয় বাংলার। নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনদিনের মধ্যেই একতরফা দাপট নিয়ে জিতলেন অভিমন্যু ঈশ্বরণরা।
Published By: Arpan DasPosted: 02:53 PM Jan 31, 2026Updated: 02:59 PM Jan 31, 2026

রনজির গ্রুপ পর্বে হরিয়ানার বিরুদ্ধে সহজ জয় বাংলার। নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনদিনের মধ্যেই একতরফা দাপট নিয়ে জিতলেন অভিমন্যু ঈশ্বরণরা। বোলিং বিক্রমে ১৮৮ রানে জিতল বাংলা। লাহলিতে ১১ উইকেট পকেটে পুরলেন শাহবাজ আহমেদ। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে এল ৬ উইকেট। শীর্ষে থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করলেও বাংলার জন্য চিন্তা ব্যাটিং ব্যর্থতা।

Advertisement

প্রথম ইনিংসে বাংলার ইনিংস শেষ হয় ১৯৩ রানে। ব্যাটিং ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত তাঁর ৮৬ রান অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এরপর আকাশ দীপ এবং শাহবাজ আহমেদের ঝড়ের সামনে শেষ পর্যন্ত ৩১.১ ওভারে সমাপতন ঘটে হরিয়ানার ইনিংসের। ৪০ রানে ৫ উইকেট পান আকাশ দীপ। ৪২ রানে ‘ফাইফার’ ছিল শাহবাজের। মাত্র ১০০ রানে ভেঙে পড়ে হরিয়ানার ব্যাটিং।

জবাবে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ১৫৫ রান ছিল অভিমন্যু ঈশ্বরণের দলের। শেষ পর্যন্ত বাংলার ইনিংস থামে ২০০ রানে। অল্প রানের মধ্যে ৭ উইকেট পড়ে যায়। অনুষ্টুপ মজুমদার, রাহুল প্রসাদ, শাহবাজ আহমেদ কেউই রান পাননি। অধিনায়ক অভিমন্যু ৮৩ রান করেন। সুদীপ কুমার ঘরামি ৬১ রান করেন। হরিয়ানার জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৪।

জবাবে হরিয়ানার জন্য অপেক্ষা করে ছিল শাহবাজের ঘূর্ণি। প্রথম ৫টি উইকেটই তাঁর নামে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন অংশুল কাম্বোজরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা দলে ছিলেন না মহম্মদ শামি। কিন্তু যোগ্য সঙ্গে দেন মুকেশ কুমার (৪০/২) ও আকাশ দীপ (২১/১)। আর ৩৮ রান দিয়ে ৬ উইকেট তুলে নিলেন শাহবাজ। হরিয়ানার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে। গ্রুপ শীর্ষে থাকা বাংলার পয়েন্ট ৭ ম্যাচে ৩৬।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement