সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ফর্মে রয়েছেন 'অধিনায়ক' বৈভব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে সে ভেঙেছে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এবার তৃতীয় ওয়ানডেতেও তার ব্যাট চলল। বুধবার ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছে সে। যদিও তার আগে পঞ্চাশ করে 'পুষ্পা' সেলিব্রেশন নজর কেড়েছে সকলের। বলা যায়, তার এক চালে ফের জব্দ হয়ে গেল প্রতিপক্ষ।
আয়ুষ মাত্রে না থাকায় অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিচ্ছে বৈভব (Vaibhav Suryavanshi)। প্রথম ওয়ানডেতে বৈভব রান না পেলেও জেতে ভারত। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ২৪৫ রানের জবাবে শুরু হয় বৈভবের তাণ্ডব। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে সে। এর আগে ২০১৬ সালে ঋষভ পন্থ নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। যুব ক্রিকেটে এতদিন সেটাই ছিল দ্রুততম হাফসেঞ্চুরি। যা ভেঙে দেয় বৈভব। শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে আউট হয় বৈভব। যার মধ্যে ছিল ১০টি ছক্কা ও একটি চার। ম্যাচও জেতে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। আর এবার ২৪ বলে হাফসেঞ্চুরি করে সে।
পঞ্চাশের পর বৈভবের 'পুষ্পা' স্টাইলে সেলিব্রেশন সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপরেও অবশ্য থামানো যায়নি তাকে। তৃতীয় ওয়ানডেতে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকায় সে। সেঞ্চুরি করে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেনি বৈভব। শেষ পর্যন্ত ৭৪ বলে ১২৭ রান করে সাজঘরে ফেরে ১৪ বছরের বিস্ময় প্রতিভা। তার ইনিংস সাজানো ৯টি চার ও ১০টি ছক্কা। সিরিজের শেষ তথা তৃতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দাপুটে শুরু করে ভারতীয় ওপেনাররা। ২৩তম ওভারে জ্যাসন রাওলেসের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করে বৈভব। অ্যারন জর্জও সেঞ্চুরি করেছে। তার নামের পাশে ১০৬ বলে ১১৮ রান।
অ্যারনের সঙ্গে বৈভবের জুটিতেই ওঠে ২২৭ রান। ভারতীয়দের মধ্যে যুব ওয়ানডেতে ওপেনিং জুটিতে এটাই সর্বোচ্চ রান। এছাড়াও মাত্র ১৪ বছর বয়সে ভারত, আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে নজিরও গড়েছে সে। বৈভব সূর্যবংশী আর রেকর্ড যে একই মুদ্রার এপিঠ-ওপিঠ, তা এই ম্যাচেও প্রমাণিত। নেট নাগরিকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ জাতীয় দলে বৈভবকে নেওয়ার ব্যাপারেও সওয়াল করেছেন। উল্লেখ্য, তৃতীয় ওয়ানডেতে ভারত ২৩৩ রানে জেতে। প্রথমে ব্যাট করে বৈভবরা তোলে ৭ উইকেটে ৩৯৩ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায়।
