সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এখন তিনি আইসিসি'র টি-টোয়েন্টি ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার। আইসিসি প্রকাশিত ১৭ ডিসেম্বরের সর্বশেষ রেটিং পয়েন্ট অনুযায়ী, তিনি পিছনে ফেলেছেন তাঁরই সতীর্থ জশপ্রীত বুমরাহকে।
২০১৭ সালের ১ ফেব্রুয়ারি কেরিয়ারে সর্বোচ্চ রেটিং পেয়েছিলেন বুমরাহ। সেই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সেই সুবাদে কেরিয়ারের সেরা ৭৮৩ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি। বুধবার রেটিং পয়েন্টের দিক থেকে টিম ইন্ডিয়ার পেসারকে পিছনে ফেলেছেন বরুণ। তাঁর রেটিং পয়েন্ট ৮১৮।
কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। তবে বরুণ ছাড়া শীর্ষ দশে আর কোনও ভারতীয় বোলার নেই। চমকে দেওয়ার মতো আরও একটি তথ্য হল, ভারতীয় 'রহস্য স্পিনার' ছাড়া আর কারও পয়েন্ট ৭০০-র গণ্ডি পার হয়নি। দ্বিতীয় স্থানে রয়েছেন কিউয়ি তারকা জ্যাকব ডাফি। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৯।
চলতি বছরের সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ের এভারেস্টে চড়েছিলেন বরুণ। এরপর নভেম্বরের শুরুতেও বোলারদের টি-২০ র্যাঙ্কিংয়েও শীর্ষে ছিলেন তিনি। তখন ৭৯৯ রেটিং পয়েন্টে ছিলেন। গত এক-দেড় বছরে ভারতীয় বোলিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন বরুণ। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে ডানহাতি এই স্পিনার ছ'টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ধরমশালায় তৃতীয় ম্যাচে ২/১১ উইকেটও রয়েছে।
মঙ্গলবার আবু ধাবিতে শ্রীলঙ্কার ‘জুনিয়র মালিঙ্গা’ মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছে কেকেআর। এর পরের দিনই ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে আটে উঠে এলেন ফিজ। অক্ষর প্যাটেল রয়েছেন ১৩ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৩৬। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে বল হাতে অসাধারণ ছন্দে থাকার পুরস্কার পেয়েছেন অর্শদীপ সিংও। চার ধাপ উপরে উঠে তাঁর র্যাঙ্কিং ১৬। প্রথম ২০-তে নেই আর কোনও ভারতীয়।
