shono
Advertisement
Varun Chakravarthy

তাড়া করছে পুরনো 'আতঙ্ক'! টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকেই চ্যালেঞ্জ করছেন বরুণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন বরুণ।
Published By: Arpan DasPosted: 05:07 PM Dec 19, 2025Updated: 06:20 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কেরিয়ার শেষ হতে বসেছিল। কিন্তু বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) হার মানেননি। আগামী বছর দেশের মাটিতে বিশ্বকাপ। সেখানে যে 'রহস্য স্পিনার' খেলবেন, তা একপ্রকার নিশ্চিত। সম্প্রতি আইসিসি’র টি-টোয়েন্টি ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার হিসেবে নজির গড়েছেন। এবার তিনি জানালেন, কীভাবে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।

Advertisement

বরুণের মন্ত্র খুব 'সহজ'। নিজেকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের জন্য তৈরি রাখা। কোনও চ্যালেঞ্জ না থাকলেও তিনি প্রস্তুত। বরুণ বলছেন, "নিজেকে সব সময় চ্যালেঞ্জ করতে হয়। কাজটা সহজ মনে হলেও একেবারেই সহজ নয়। যদি কোনও সহজ মনে হয়, তাহলে নিজের উপর মানসিক চাপ তৈরি করতে হয়।"

বরুণের সংযোজন, "নিজের উপর বিশ্বাস রাখতে হয়। সঠিক লেংথে বল করতে হবে। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ধরতে হয়। বিশ্বকাপে সেগুলোই আমার শক্তি হবে। প্রতিপক্ষকে বুঝে নিতে পারলে ভালো বল করা যায়। আমার পরিকল্পনা খুব সহজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের তিনটি ম্যাচে সেটা সফল হয়েছে। আশা করছি পরের ম্যাচেও তা হবে।"

ভারতীয় স্পিনার আরও বলছেন, "আত্মবিশ্বাসী না হলে বোলিংয়ে সেটা প্রভাব পড়ে। কিন্তু ধারাবাহিক হওয়া দরকার। এই পর্যায়ে এসে ধারাবাহিক না হলে বোঝা যায় না, নিজে কোন অবস্থায় আছি। আমি যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম, তখন কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। সেখান থেকে অনেক কিছু শিখেছি। তারপর অনুশীলনে ফিরে সেগুলো বদলেছি। সর্বোচ্চ পর্যায়ে খেলতে গেলে এগুলো করতে হয়।" বিশ্বকাপে বরুণ সেরা ফর্মে থাকলে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কেরিয়ার শেষ হতে বসেছিল। কিন্তু বরুণ চক্রবর্তী হার মানেননি।
  • আগামী বছর দেশের মাটিতে বিশ্বকাপ। সেখানে যে 'রহস্য স্পিনার' খেলবেন, তা একপ্রকার নিশ্চিত।
  • সম্প্রতি আইসিসি’র টি-টোয়েন্টি ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার হিসেবে নজির গড়েছেন।
Advertisement