shono
Advertisement
Vijay hazare Trophy

রোহিত-কোহলির জৌলুসে শুরু! শেষ চারে 'তারকাহীন' বিজয় হাজারে, সেমিতে খেলবে কারা?

সেমিফাইনালে কর্নাটকের মুখোমুখি হবে বিদর্ভ। দেবদত্ত পাড়িক্কলের কর্নাটক আগের ম্যাচে মুম্বইকে হারিয়েছিল। অন্যদিকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব। রিঙ্কু সিংদের উত্তরপ্রদেশের বিরুদ্ধে জিতেছিল সৌরাষ্ট্র।
Published By: Arpan DasPosted: 07:34 PM Jan 13, 2026Updated: 07:48 PM Jan 13, 2026

চূড়ান্ত বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল। এই মরশুমে ঘরোয়া ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের শুরুটা হয়েছিল জাঁকজমক পূর্ণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, শুভমান গিল। কে না খেলেননি? এঁদের অনেকেই এখন জাতীয় দলে। আবার চোটের জন্য ছিটকে গিয়েছেন অনেকে। বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে দেবদত্ত পাড়িক্কল বা করুণ নায়ার ছাড়া 'তারকা' কেউই নেই। সেমিফাইনালে কর্নাটকের মুখোমুখি হবে বিদর্ভ। অন্যদিকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব।

Advertisement

কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচে পাঞ্জাবের কাছে হারল মধ্যপ্রদেশ। ঘরোয়া ক্রিকেটে দুরবস্থা অব্যাহত ভেঙ্কটেশ আইয়ারের। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা প্রভসিমরন সিং শুধু সামনে থেকে নেতৃত্ব দেননি, ব্যাট হাতে দাপটও দেখান। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে প্রথমে ব্যাট করে পাঞ্জাব। শুরু থেকেই দাপট দেখাতে থাকেন পাঞ্জাব ব্যাটাররা। প্রভসিমরন ৮৮ রান করেন। যোগ্য সঙ্গ দেন অনমোলপ্রীত সিং (৭০)। শেষের দিকে নেহাল ওয়াধেরা ও রমনদীপ সিংও ঝোড়ো ব্যাটিং করেন। শেষ পর্যন্ত পাঞ্জাব তোলে ৩৪৫ রান। জবাবে মধ্যপ্রদেশের ইনিংস থেমে যায় মাত্র ১৬২ রানে। রজত পাতিদার করেন ৩৮ রান। তবে অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার রানের খাতা খুলতে পারেননি। ১৮৩ রানে হারে মধ্যপ্রদেশ।

অন্যদিকে আয়ুষ বাদোনি জাতীয় দলে ডাক পাওয়ার পরই হারল দিল্লি। ইশান্ত শর্মার দল ৭৬ রানে হারল বিদর্ভের কাছে। ঋষভ পন্থ নেই, সদ্য জাতীয় দলে ডাক পেয়েছেন আয়ুষ বাদোনি। সেই জায়গায় দিল্লিকে নেতৃত্ব দেন ইশান্ত শর্মা। তবে বিদর্ভের ৩০০ রান আটকাতে পারেনি দিল্লি। যশ রাঠোর ৮৬ রান করেন। জবাবে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় ২২৪ রানে। নীতীশ রানা শূন্য রান করেন। দলের সর্বোচ্চ রান অনুজ রাওয়াতের (৬৬)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement