shono
Advertisement
Vijay Hazare Trophy

বিজয় হাজারে থেকে ছিটকে গেল সরফরাজ-শ্রেয়সহীন মুম্বই, বৃষ্টিতে 'কপাল পুড়ল' রিঙ্কুদেরও

গ্রুপ পর্বে বাংলা-চণ্ডীগড়-হায়দরাবাদ কাউকেই রেয়াত করেনি উত্তরপ্রদেশ। কিন্তু কোয়ার্টার ফাইনালেই অভিযান থামল রিঙ্কু সিংদের।
Published By: Arpan DasPosted: 07:36 PM Jan 12, 2026Updated: 08:44 PM Jan 12, 2026

গ্রুপ পর্বে অপরাজিত। বাংলা-চণ্ডীগড়-হায়দরাবাদ কাউকেই রেয়াত করেনি উত্তরপ্রদেশ। কিন্তু কোয়ার্টার ফাইনালেই অভিযান থামল রিঙ্কু সিংদের। তাও সেটা বৃষ্টির জন্য খেলা দীর্ঘসময় বন্ধ থাকার পর ভিজেডি মেথডে। ডাকওয়ার্থ লুইসের বিকল্প হিসেবে এই পদ্ধতি ব্যবহৃত হয়। বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) সেমিফাইনালে গেল সৌরাষ্ট্র। একইভাবে বিঘ্নিত হল মুম্বই বনাম কর্নাটক ম্যাচ। সেই ম্যাচ থেকে শেষ চারে গেল কর্নাটক।

Advertisement

বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশকেই এগিয়ে রেখেছিলেন অনেকে। রিঙ্কু সিংয়ের নেতৃত্বাধীন দল কিন্তু সেরকমই শুরু করেছিল। প্রথমে ব্যাট করে তারা ৮ উইকেট হারিয়ে তোলে ৩১০ রান। অভিষেক গোস্বামী ও সমীর রিজভি, দুজনেই ৮৮ রান করেন। রিঙ্কু অবশ্য রান পাননি। অন্যদিকে সৌরাষ্ট্রের রান তাড়ার সময় বৃষ্টি নামে। ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের রান ছিল ২৩৮। কিন্তু ভিজেডি পদ্ধতিতে সৌরাষ্ট্রের জন্য লক্ষ্য নেমে দাঁড়ায় ২২১। যা ততক্ষণে টপকে গিয়েছিলেন চেতন সাকারিয়ারা। ফলে জিতে সেমিতে চলে গেল সৌরাষ্ট্র।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালে নামার আগে কিছুটা দুর্বল হয়ে পড়ে মুম্বই। আঙুলে চোট পেয়ে ছিটকে যান সরফরাজ খান। জাতীয় দলে চলে গিয়েছেন শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের ব্যাটিংয়ে তার প্রভাবও পড়ল। শামস মুলানি (৮৬) ছাড়া কেউ রাননি। কর্নাটকের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫৫। সেন্টার অফ এক্সেলেন্সের অন্য মাঠে ম্যাচের সময়ও বৃষ্টি বাধা দেয়। যে কারণে লক্ষ্য নেমে হয় ১৩২। ততক্ষণে ১ উইকেট হারিয়ে কর্নাটক করে ফেলেছিল ১৮৭। দেবদত্ত পাড়িক্কল ৮১ ও করুণ নায়ার ৭৪ রানে অপরাজিত থাকেন। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে নামবে দিল্লি, বিদর্ভ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement