সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে লাগাতার ব্যর্থতা। বছরের পর বছর রানের খরা। একই ভঙ্গিমায় বারবার আউট। তবু অবসরের কথা এখনই ভাবতে নারাজ ৩৬ বছর বয়সি বিরাট কোহলি। সংবাদসংস্থা পিটিআই সূত্রের দাবি, বিরাট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। টেস্টেও সমান্তরাল ভাবেই খেলতে চান কিং কোহলি।
টেস্ট ক্রিকেটে ব্যর্থতার চরম সীমায় পৌঁছে গিয়েছেন কোহলি। ২০২১ সালের পর গত ৪ বছরে বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেটে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ২৩ বার। ২০২০ সালের পর থেকে টেস্টে বিরাটের গড় ৩০-এর নিচে। বিদেশের মাটিতে অবস্থা আরও খারাপ। ওই পাঁচ বছরে বিরাটের প্রায় সমান রান করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। ২০২৪ সালে প্রথম ইনিংসে বিরাটের গড় নেমে গিয়েছে এক সংখ্যায়। কিন্তু এত ব্যর্থতার পরও ক্রিকেট ছাড়তে চান না বিরাট। কামব্যাকের রাস্তা খুঁজছেন তিনি।
পিটিআইয়ের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, লাগাতার ব্যর্থতার পরও বিরাট কোহলির অবসর নেওয়ার কোনও ভাবনা নেই। বরং তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন। দুবছর বাদে ৫০ ওভারের ওই বিশ্বকাপে খেলতে চান কিং কোহলি। ততদিন টেস্টেও খেলার ভাবনা রয়েছে তাঁর। অর্থাৎ আরও দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান কোহলি।
কিন্তু প্রশ্ন হল, বিরাট খেলতে চাইলেই কি নির্বাচকরা তাঁকে দলে রাখবেন? পিটিআইয়ের ওই সূত্র এও দাবি করছে, বর্তমান ফর্মের বিচারে ইংল্যান্ড সিরিজে বিরাটকে দলে রাখা কঠিন হবে নির্বাচকদের পক্ষে। আবার কোহলি যে রনজি ট্রফি খেলবেন, তেমন কোনও ইঙ্গিতও মেলেনি। নির্বাচকরা মনে করছেন, শুধু আইপিএলের ফর্মের উপর ভিত্তি করে আর টেস্ট দলে রাখা যাবে না কোহলিকে। সেক্ষেত্রে একমাত্র উপায় চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভার ফরম্যাটে ভালো করলে তবেই টেস্টে ফের সুযোগ দেওয়া হবে কোহলিকে। যার অর্থ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির উপরই নির্ভর করছে বিরাটের ভাগ্য।