সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসেছেন, দেখেছেন, জয় করেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনেই মঞ্চ মাতিয়ে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দিল্লির দলের হয়ে দু'টি ম্যাচ খেলেছেন, রানও পেয়েছেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তবে ইংরেজি নববর্ষে সারপ্রাইজ দিতে পারেন কোহলি। জানা গিয়েছে, বিজয় হাজারে ট্রফিতে আরও একটি ম্যাচ খেলতে পারেন তিনি।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, কোহলির দিল্লির হয়ে জানুয়ারির শুরুতে নামতে চলেছেন। জানা গিয়েছে ৬ জানুয়ারি, রেলওয়েজের বিরুদ্ধে খেলতে পারেন তিনি। তবে কোহলির সম্ভাবনা থাকলেও রোহিত আর মুম্বইয়ের হয়ে এই টুর্নামেন্টে নামবেন না বলেই খবর।
বিজয় হাজারে ট্রফিতে ‘সুপারহিট’ কামব্যাক করেছিলেন দু’জনেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্সে আকাশপাতাল তফাত। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই আউট হন হিটম্যান। তবে দুরন্ত ফর্ম ধরে রাখেন বিরাট। দিল্লির হয়ে তাঁর ব্যাট থেকে আসে ৭৭ রান। ম্যাচের সেরাও হন তিনি। দুই ম্যাচে খেলে তাঁরা ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছেন। এর মধ্যে কোহলি দ্বিতীয় ম্যাচের সেরা হয়ে ১০ হাজার টাকা পেয়েছেন।
১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার প্রস্তুতিও শুরু হয়ে যাবে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন রো-কো। কিন্তু বোর্ডের নির্দেশে কিছুটা বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেটে নেমেছিলেন। ফিরে বুঝিয়েও দিয়েছেন, তাঁদের নিয়ে সংশয়ের জায়গা নেই। এখানেই শেষ নয়, কোহলি আরও একটি ম্যাচ খেলে দায়বদ্ধতার প্রমাণ রাখতে চলেছেন তিনি। উল্লেখ্য, ২০২৫ সালে ১৩ ম্যাচে ৬৫১ রান করেছেন কোহলি।
