shono
Advertisement
Virat Kohli

ছত্রিশে অবসর নিয়ে ৩৮-এর তারকার খেলা দেখছ! উইম্বলডনের দর্শকাসনে বিরাটকে দেখেই কটাক্ষ

সমালোচকদের অধিকাংশের মত, অবসরের সিদ্ধান্ত বদলে আবার তিন ফরম্যাটে মাঠে নামা উচিত বিরাটের।
Published By: Anwesha AdhikaryPosted: 03:15 PM Jul 08, 2025Updated: 03:15 PM Jul 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইম্বলডন দেখতে গিয়েও সমালোচনার শিকার বিরাট কোহলি! সোমবার স্ত্রী অনুষ্কাকে নিয়ে নোভাক জকোভিচের ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট। সেই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ কিং কোহলিকে তোপ দেগেছেন। তাঁদের প্রশ্ন, মাত্র ৩৬ বছর বয়সে অবসর নিয়ে ৩৮ বছর বয়সি তারকার খেলা দেখছেন। এই দৃশ্যটা দেখা অত্যন্ত যন্ত্রণার।

Advertisement

খেলা না থাকলে এখন পাকাপাকিভাবে লন্ডনেই থাকেন বিরাট-অনুষ্কা। গত কয়েকদিন ধরে লন্ডনের পথে তাঁদের হেঁটে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। সোমবার তাঁদের দেখা গেল উইম্বলডনের গ্যালারিতে। জকোভিচ বনাম অ্যালেক্স দিমিনউর ম্যাচ দেখছিলেন তারকা দম্পতি। সেই ছবি হুহু করে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পরে ম্যাচের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট। হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জেতা জকোভিচের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি লেখেন, ‘অনবদ্য ম্যাচ। তবে যোদ্ধারা তো এভাবেই খেলে থাকে।’

বিরাটের ছবি ভাইরাল হতেই আসরে নেমে পড়েছেন নেটিজেনরাও। এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, 'বিরাট বসে বসে উইম্বলডন দেখছেন, সেটা সহ্য করাও যন্ত্রণার। আসলে বিরাটের উচিত ছিল ইংল্যান্ড সফরে খেলতে নামা, আমরা সেটা বসে দেখতাম।' আবার অন্যদের দাবি, '৩৬ বছর বয়সি অবসরপ্রাপ্ত তারকা বসে ৩৮ বছর বয়সির ম্যাচ দেখছে। সময় কীভাবে বদলে যায়।' সমালোচকদের অধিকাংশের মত, অবসরের সিদ্ধান্ত বদলে আবার তিন ফরম্যাটে মাঠে নামা উচিত বিরাটের।

উইম্বলডনের ম্যাচ শেষ হওয়ার পর সাক্ষাৎকারও দিয়েছেন তারকা ক্রিকেটার। ১০ বছর পরে ফের উইম্বলডন দেখতে গিয়েছিলেন তিনি। বিরাটের কথায়, বিশ্বকাপের ম্যাচ বা ভারত-পাকিস্তান ম্যাচে যেরকম চাপ থাকে, ঠিক সেই চাপ থাকে উইম্বলডনের ম্যাচেও। কারণ সেন্টার কোর্টে খেলতে নামা তারকাদের খুব কাছে দর্শকরা বসেন। তাঁরা কটাক্ষ করলে সেটা খেলোয়াড়দের কান পর্যন্ত পৌঁছে যায়। সেটা যথেষ্ট চাপের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খেলা না থাকলে এখন পাকাপাকিভাবে লন্ডনেই থাকেন বিরাট-অনুষ্কা। গত কয়েকদিন ধরে লন্ডনের পথে তাঁদের হেঁটে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল।
  • সমালোচকদের অধিকাংশের মত, অবসরের সিদ্ধান্ত বদলে আবার দুই ফরম্যাটে মাঠে নামা উচিত বিরাটের।
  • উইম্বলডনের ম্যাচ শেষ হওয়ার পর সাক্ষাৎকারও দিয়েছেন তারকা ক্রিকেটার।
Advertisement