shono
Advertisement
Virat Kohli-Rohit Sharma

কোহলির উন্মাদনায় রোহিতকে অপমান! চটে কেন ধোনির নাম নিলেন 'কিং'?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত। ২৬ রানে আউট হন রোহিত শর্মা। তিনি যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন গ্যালারিতে আনন্দের জোয়ার।
Published By: Arpan DasPosted: 03:49 PM Jan 12, 2026Updated: 03:57 PM Jan 12, 2026

যতক্ষণ কোহলি আছেন, ততক্ষণ শ্বাস। বিরাট কোহলি (Virat Kohli) আউট হওয়া মানেই যেন দুশ্চিন্তায় ভুগতে থাকে টিম ইন্ডিয়া। রবিবার বরোদায় ঠিক সেই ঘটনা ঘটল। যখন তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন, তখন থমথমে পরিবেশ। আর যখন ব্যট করতে নামেন, তখন উল্লাস। কে বলবে, ভারতের কোনও ক্রিকেটার আউট হয়ে ফিরে যাচ্ছেন বলেই কোহলি নামছেন? বিরাট নিজেও কিন্তু বিষয়টায় অসন্তুষ্ট। রোহিত (Rohit Sharma) আউট হতে যেভাবে দর্শকরা উল্লাস করলেন তা ভালোভাবে নিচ্ছেন না 'কিং'।

Advertisement

ঠিক কী ঘটল বরোদায়? নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত। ২৬ রানে আউট হন রোহিত শর্মা। তিনি যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন গ্যালারিতে আনন্দের জোয়ার। কেন? কারণ কোহলি নামছেন। তিনি ৯৩ রান করে জয়ের পথ তৈরি করে দেন। শেষ পর্যন্ত ভারত জেতে ৪ উইকেটে।

কিন্তু কোহলি ক্ষুব্ধ দর্শকদের আচরণে। ম্যাচের পর তিনি বলেন, "বিষয়টা সম্বন্ধে আমি জানি। সত্যি কথা বলতে, এগুলো একেবারেই ভালো না। আমি দেখেছি একই ধরনের ঘটনা এমএস ধোনির সঙ্গেও ঘটত। যখন একজন আউট হয়ে ফিরে যাচ্ছে, তখন তার জন্য এই অভিজ্ঞতাটা একেবারেই ভালো না। আমি জানি দর্শকরা আবেগপ্রবণ। কিন্তু সেসব মাথায় না রেখে আমি খেলায় মনোনিবেশ করার চেষ্টা করি।" মহেন্দ্র সিং ধোনি যখন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেন, তখনও ঠিক এই ঘটনা ঘটে।

কোহলির সংযোজন, "সত্যি কথা বলতে, এত ভালোবাসা পেয়ে আমি ধন্য। আমি নিজে যেটা করতে ভালোবাসি, সেটা করেই বহু মানুষকে আনন্দ দিতে পারছি। এর চেয়ে আনন্দের আর কী হয়? এর থেকে বেশি আমি আর কী চাইব? আমি একটা স্বপ্নের মধ্যে বেঁচে আছি। সবাইকে খুশি করতে পারলে আমিও আনন্দিত হই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement