shono
Advertisement
Team India

কেমন হবে পিচ? প্রথম টেস্টে নামার আগে জানিয়ে দিলেন ভারতীয় পেসার

প্রস্তুতি ম্যাচ থেকে দলের সবাই উপকৃত হয়েছেন বলেও মত তাঁর।
Published By: Prasenjit DuttaPosted: 12:24 AM Jun 15, 2025Updated: 12:24 AM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে শুরু টেস্ট সিরিজ। তার আগে প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। এখন শুভমান গিলরা নিজেদের মধ্যে চার দিনের অনুশীলন ম্যাচ খেলছেন। প্রস্তুতি ম্যাচ থেকে যে দলের সবাই উপকৃত হবেন, তা বলেছেন ভারতীয় পেসার। অন্যদিকে, কেমন হতে পারে প্রথম টেস্টের পিচ? মুখ খুলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisement

BCCI.TV-তে এই গতি তারকা বলেন, "আশা করা যায় পিচ ভালোই হবে। আমার অন্তত দেখে তাই মনে হচ্ছে। বল পড়ে ভালো ব্যাটে আসছে। তবে, বোলাররাও সুবিধা পাবে। মনে হয়, ব্যাটার ও বোলারদের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ লড়াই দেখা যাবে।" তাঁর সংযোজন, "অনুশীলন ম্যাচে বোলাররা বেশ কিছু ভালো স্পেল করেছে। ব্যাটাররাও রান পেয়েছে। আসলে সেয়ানে সেয়ানে লড়াই দেখতেই পছন্দ করেন দর্শকরা। আশা করি, তাঁরা নিরাশ হবেন না।"

২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। আর তার আগে প্রসিদ্ধ বলেছেন, "যখন সুযোগ আসে, তখন সম্পূর্ণ মনোযোগী হয়েই সেই সুযোগ কাজে লাগানো উচিত। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। এটাই ক্রিকেটের সৌন্দর্য।"

২৯ বছর বয়সি এই পেসার সাম্প্রতিক অতীতে অনেকবার চোট পেয়েছেন। এমনকী তাঁকে অস্ত্রোপচারও করতে হয়েছিল। এই অবস্থা থেকে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। সম্প্রতি শেষ হওয়া আইপিএলে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী। তাঁর কথায়, "প্রথম টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেকেই ভারত 'এ' দল থেকে এসেছিল। তাদের সঙ্গে মাঠে কিছুটা সময় কাটানোটাও দরকারি। আশা করি এতে আমরা উপকৃত হব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখন শুভমান গিলরা নিজেদের মধ্যে চার দিনের অনুশীলন ম্যাচ খেলছেন।
  • প্রস্তুতি ম্যাচ থেকে যে দলের সবাই উপকৃত হবেন, তা বলেছেন ভারতীয় পেসার।
  • অন্যদিকে, কেমন হতে পারে প্রথম টেস্টের পিচ? মুখ খুলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
Advertisement