shono
Advertisement

Breaking News

Harmanpreet Kaur

বিশ্বজয়ী অধিনায়ককে বিশেষ সম্মান, স্ট্যান্ড হতে চলেছে হরমনপ্রীতের নামে

নিজেই এই খবর জানিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।
Published By: Prasenjit DuttaPosted: 05:41 PM Nov 29, 2025Updated: 06:11 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নেতৃত্বে প্রথমবার মহিলা বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত। সেই হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) বিশেষ সম্মান জানাচ্ছে পঞ্জাব ক্রিকেট সংস্থা। এবার তাঁর নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড হতে চলেছে। এই খবর নিজেই জানিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।

Advertisement

কোন স্টেডিয়ামে হতে চলেছে হরমনপ্রীতের নামে এই স্ট্যান্ড? জানা গিয়েছে, মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামের একটি স্ট্যান্ড তাঁর নামে করার সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাবের ক্রিকেট কর্তারা। এক অনুষ্ঠানে ভারত অধিনায়ক বলেন, "পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিঠি হাতে পেয়েছি। খুব তাড়াতাড়ি স্টেডিয়ামের একটি স্ট্যান্ড আমার নামে করা হবে বলে সেই চিঠিতে জানানো হয়েছে।"

হ্যারির সংযোজন, "বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকেই। বহুদিনের সেই স্বপ্ন এতদিনে পূরণ হয়েছে। মহিলাদের ক্রিকেট দলে জয় শাহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এরজন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের অনেক সহযোগিতা করেছেন তিনি। তাঁর আমলেই মহিলা প্রিমিয়ার লিগ শুরু হয়। এই লিগ মহিলা ক্রিকেটারদের মানসিকতা বদলে সাহায্য করেছে।"

ভারত অধিনায়ক বিশ্বকাপের আট ইনিংসে ৩২.৫০ গড়ে ২৬০ রান করেছেন। যার মধ্যে সর্বোচ্চ ৮৯। দু'টি অর্ধশতক রয়েছে তাঁর নামে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৮৮ বলে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এহেন হরমনপ্রীতকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে ডি.লিট সম্মানে সম্মানিত করা হবে। এবার তাঁর নামে নতুন স্ট্যান্ড হতে চলেছে মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে। উল্লেখ্য, এর আগে বিশাখাপত্তনম স্টেডিয়ামের একটি স্ট্যান্ড মিতালি রাজের নামে করা হয়েছে। ইডেনেও রয়েছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড। তাঁদের মতোই এবার হতে চলেছে হরমনপ্রীতের নামে স্ট্যান্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর নেতৃত্বে প্রথমবার মহিলা বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত।
  • সেই হরমনপ্রীত কৌরকে বিশেষ সম্মান জানাচ্ছে পঞ্জাব ক্রিকেট সংস্থা।
  • এবার তাঁর নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড হতে চলেছে।
Advertisement