shono
Advertisement
Yashasvi Jaiswal

১ বলে ১৩ রান! জিম্বাবোয়ের বিরুদ্ধে নয়া বিশ্বরেকর্ড যশস্বীর

নিয়মরক্ষার ম্যাচে কামাল যশস্বীর।
Published By: Anwesha AdhikaryPosted: 06:28 PM Jul 14, 2024Updated: 06:28 PM Jul 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনিংসের প্রথম বল। তাতে চার বা ছয় না, গুণে গুণে উঠল ১৩ রান। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচে এই কীর্তি ঘটালেন যশস্বী জয়সওয়াল। তাঁর ব্যাট থেকেই এক বলে এল ১৩ রান। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপজয়ী যশস্বী বেশ ভালো ফর্মে রয়েছেন এই সিরিজে। শনিবারই অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে ভারতকে সিরিজ জেতান তরুণ তারকা।

Advertisement

জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারত (Indian Cricket Team)। শনিবারই ১০ উইকেটে সিরিজ পকেটে পুরেছিল মেন ইন ব্লুর তরুণ ব্রিগেড। পরের দিনই নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেছিলেন শুভমান গিলরা। সেই ম্যাচের শুরুতেই যশস্বী ধামাকা। ইনিংসের শুরুতে বল করতে এসেছিলেন সিকান্দার রাজা। প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকান যশস্বী (Yashasvi Jaiswal)। পরে দেখা যায়, পপিং ক্রিজের বাইরে চলে গিয়েছিল রাজার পা। ফলে আম্পায়ার নো বলের সিদ্ধান্ত নিয়ে ফ্রি হিট ঘোষণা করেন। সেই ফ্রি হিটেও ছক্কা হাঁকান যশস্বী।

[আরও পড়ুন: জয়ের ধারা অব্যাহত মহামেডানের, লিগে সাদার্নকে হারাল সাদা-কালো শিবির

জোড়া ছক্কার ১২ রানের সঙ্গে নো বলের ১ রান- ব্যাটিং করতে নেমে প্রথম বলেই একসঙ্গে ১৩ রান যোগ হয় যশস্বীর খাতায়। টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। ইনিংসের প্রথম বলেই ব্যাটার ১৩ রান তুলে ফেলেছেন, এমনটা কোনওদিন ঘটেনি। তবে ওই ওভারের চতুর্থ বলেই যশস্বীকে আউট করে দেন রাজা। একে অপরের দিকে রাগত দৃষ্টিতে তাকাতেও দেখা যায় দুই তারকাকে।

ঘটনাবহুল প্রথম ওভারের পরে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। পরে হাফসেঞ্চুরি করে দলের হাল ধরেন সঞ্জু স্যামসন। লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিং করেন শিবম দুবেও। নির্ধারিত ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত। মাত্র ১৯ রানে ২ উইকেট তুলে নেন জিম্বাবোয়ের মুজারাবানি। 

[আরও পড়ুন: কোপার ফাইনালে পারফর্ম করবেন শাকিরা, বিরতি ২৫ মিনিটের, ক্ষুব্ধ কলম্বিয়া কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারত। শনিবারই ১০ উইকেটে সিরিজ পকেটে পুরেছিল মেন ইন ব্লুর তরুণ ব্রিগেড।
  • জোড়া ছক্কার ১২ রানের সঙ্গে নো বলের ১ রান- ব্যাটিং করতে নেমে প্রথম বলেই একসঙ্গে ১৩ রান যোগ হয় যশস্বীর খাতায়।
  • ঘটনাবহুল প্রথম ওভারের পরে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত।
Advertisement