shono
Advertisement
Chahal-Dhanashree Divorce

হাঁপিয়ে উঠছেন চাহাল! ডিভোর্সের জন্য ধনশ্রীকে কত টাকা খোরপোশ দিতে হবে?

ডিভোর্সের কুলিং অফ পিরিয়ড বাতিলের আর্জি নিয়ে বম্বে হাই কোর্টে ধনশ্রী-চাহাল।
Published By: Subhajit MandalPosted: 03:12 PM Mar 19, 2025Updated: 04:13 PM Mar 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬০ কোটি টাকা নয়। চাহালের সম্পত্তির ৭০ শতাংশও নয়। ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) কাছে খোরপোশ হিসাবে ধনশ্রী বর্মা (Dhanashree Verma) দাবি করেছেন, ৪ কোটি ৭৫ লক্ষ টাকা। বিচ্ছেদের জন্য ধনশ্রীকে ওই অঙ্কের টাকা দিতে রাজিও হয়ে গিয়েছেন চাহাল। বুধবার বম্বে হাই কোর্টে এই তথ্য দিয়েছে তারকা দম্পতি।

আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় দম্পতির। কিন্তু বনিবনা না হওয়ায় বিয়ের ১৮ মাস পর থেকেই আলাদা থাকা শুরু করেন তাঁরা। গত প্রায় আড়াই বছর আলাদাই থাকেন তাঁরা। শেষমেশ গত ৫ ফেব্রুয়ারি একসঙ্গে বান্দ্রার এক পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন চাহাল এবং ধনশ্রী। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, বিচ্ছেদের আগে ৬ মাসের যে কুলিং অফ পিরিয়ড বাধ্যতামূলক। কিন্তু চাহাল-ধনশ্রী ততদিন অপেক্ষা করতেও রাজি ছিলেন না। কুলিং অফ পিরিয়ড বাতিল করে তাৎক্ষনিক বিবাহ বিচ্ছেদের অনুমতি চান তাঁরা।

Advertisement

যদিও বান্দ্রার ওই পরিবার আদালত সাফ জানিয়ে দেয়, হিন্দু বিবাহ আইনের ১৩(বি) ধারা অনুযায়ী এই কুলিং অফ পিরিয়ড বাধ্যতামূলক। তাছাড়া খোরপোশ হিসাবে চাহালের ধনশ্রীকে যে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দেওয়ার কথা, সেটাও এখনও পরিশোধ হয়নি। এ পর্যন্ত চাহাল ধনশ্রীকে ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন। অর্থাৎ অর্ধেক টাকা এখনও বাকি। টাকা পরিশোধ না হওয়াটাকেও পারস্পারিক অসহযোগিতা হিসাবে দেখছে আদালত। কুলিং অফ পিরিয়ড বাতিলের আবেদন খারিজের যুক্তি হিসাবে সেটাকেও তুলে ধরে বান্দ্রার ওই আদালত।

বাধ্য হয়ে দ্রুত ডিভোর্সের জন্য বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন তারকা দম্পতি। বুধবার বম্বে হাই কোর্ট বান্দ্রার ওই পরিবার আদালতকে জানিয়ে দিয়েছে, চাহালদের বিবাহবিচ্ছেদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বৃহস্পতিবারই। কারণ এরপর আইপিএলে ব্যস্ত হয়ে যাবেন। যেহেতু দুজনেই চাইছেন না, তাই এক্ষেত্রে কুলিং অফ পিরিয়ড বাধ্যতামূলক ভাবে চাপিয়ে না দেওয়ার পক্ষেই মত দিয়েছে বম্বে হাই কোর্ট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার নেবে বান্দ্রার পরিবেশ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুজবেন্দ্র চাহালের কাছে খোরপোশ হিসাবে ধনশ্রী বর্মা দাবি করেছেন, ৪ কোটি ৭৫ লক্ষ টাকা।
  • বিচ্ছেদের জন্য ধনশ্রীকে ওই অঙ্কের টাকা দিতে রাজিও হয়ে গিয়েছেন চাহাল।
  • বুধবার বম্বে হাই কোর্টে এই তথ্য দিয়েছে তারকা দম্পতি।
Advertisement