সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মভঙ্গের জেরে শুক্রবার আল নাসেরের জার্সিতে মাঠে নামতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তাই ড্রেসিংরুমে বসেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন সিআর সেভেন। আর ম্যাচ জিততেই সেলিব্রেশনে মাতলেন তিনি।
সৌদি লিগে তায়ির বিরুদ্ধে খেলা ছিল আল নাসেরের (AlNassr FC)। যে দলে বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে সদ্য নাম লিখিয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু এখনও পর্যন্ত নতুন জার্সিতে মাঠে নামেননি তিনি। মিডফিল্ডার তালিসকার দুরন্ত জোড়া গোলে ২-০-তে ম্যাচ জিতে নেয় আল নাসের। দল জিততেই উচ্ছ্বাস দেখান রোনাল্ডো। ক্লাবের তরফেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে সাইক্লিং করতে করতে টিভিতে ম্যাচ দেখছেন তিনি। আর দল জিততেই মুখে হাজার ওয়াটের হাসি। শরীরচর্চার ফাঁকে হাততালি দিয়ে জয় সেলিব্রেট করছেন তিনি।
[আরও পড়ুন: ‘আমি ঈশ্বরের পত্নী’, দাবি করতেই যুবতীর চুল ধরে টেনে মন্দিরের বাইরে ফেললেন পুরোহিত]
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন এভারটনের এক সমর্থকের ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। যার জেরে দু’ম্যাচ নির্বাসিত তিনি। সেই কারণেই এদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। আগামী ১৪ জানুয়ারি আল শাবাবের বিরুদ্ধেও হয়তো খেলবেন না তিনি। সব ঠিকঠাক থাকলে ২১ জানুয়ারি ইত্তিফাকের বিরুদ্ধে মাঠে নামবেন। রেড ডেভিলসে তাঁর দ্বিতীয় পর্ব বিশেষ সুখকর ছিল না। ক্লাব ও কোচের সঙ্গে মতবিরোধ আর মনোমালিন্যের জেরেই ম্যান ইউর সঙ্গে সম্পর্কে ইতি টানেন। তারপর কাতার বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স নিয়ে ওঠে প্রশ্ন। এমনকী নকআউট পর্বে তাঁকে প্রথম একাদশেও রাখেননি পর্তুগিজ কোচ স্যান্টোস। এবার নতুন দলের জার্সিতে তিনি কেমন পারফর্ম করেন, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
এই দলে খেলার জন্য ১৭৭৫ কোটি টাকারও বেশি মূল্যে চুক্তি করেছেন রোনাল্ডো। তবে আল নাসেরের প্রাক্তন কোচ কানেডা বলছেন, এই অঙ্ক অবাক করার মতো নয়। তাঁর কথায়, “সৌদির ক্লাব এমন অর্থের প্রস্তাব দিতেই পারে। রোনাল্ডো তো সবে শুরু। মেসিকে যদি এর চেয়েও বেশি অর্থের প্রস্তাব দেওয়া হয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই।”