সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে অজস্র রেকর্ড গড়েছেন। তাঁর দাপটে ম্লান হয়ে গিয়েছেন প্রতিপক্ষরা। এবার ইউটিউবের দুনিয়ায় পা রেখেও একইরকম দাপট দেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবারই আত্মপ্রকাশ করেছে সি আর সেভেনের নতুন ইউটিউব চ্যানেল। প্রকাশিত হওয়ার মাত্র ৯০ মিনিটের মধ্যেই রোনাল্ডোর চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে ১ মিলিয়ন! ইউটিউবের ইতিহাসে আগে এমনটা ঘটেনি বলেই জানা গিয়েছে।
পর্তুগিজ তারকা বুধবার নিজের ইনস্টাগ্রামে জানান, এবার নয়া অবতারে সোশাল মিডিয়ায় ধরা দিতে চলেছেন তিনি। ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যথেষ্ট জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। সমস্ত সোশাল মিডিয়া মিলে তাঁর ৯০০ মিলিয়ন (৯০ কোটি) ফলোয়ার রয়েছে।
[আরও পড়ুন: ‘৫টি সোনা জিতে ফিরব’, প্যারা অলিম্পিকে নামার আগে আত্মবিশ্বাসী ভারতের কোচ]
তবে এবার একটু অন্যভাবে সোশাল মিডিয়ার যাত্রা শুরু করলেন সি আর সেভেন। ইউটিউবে নিজের নতুন চ্যানেল খুলে ফেললেন। UR Cristiano নামে এই চ্যানেল শুরু করার কথা অনেকদিন ধরেই ভেবেছিলেন বলে জানান রোনাল্ডো। অবশেষে চ্যানেল খুলতে পেরে খুশি আল নাসের তারকা। জানান, ফুটবল ছাড়াও অন্যান্য খেলা নিয়েও এই চ্যানেলে মতামত প্রকাশ করবেন তিনি। আগামী দিনে বিশেষ অতিথিদের সঙ্গে কথোপকথন করতেও দেখা যেতে পারে ৩৯ বছর বয়সি তারকাকে।
রোনাল্ডোর ইউটিউব চ্যানেল প্রকাশ্যে আসতেই হুহু করে বাড়তে থাকে তার সাবস্ক্রাইবার। পরিসংখ্যান বলছে, মাত্র ৯০ মিনিট অর্থাৎ একটা ফুটবল ম্যাচের সময়ের মধ্যেই ১ মিলিয়ন ছুঁয়ে ফেলেছে ওই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। অর্থাৎ ১০ লক্ষেরও বেশি মানুষ সাবস্ক্রাইব করেছেন রোনাল্ডোর নতুন চ্যানেল। আপাতত ১৩ লক্ষ ছুঁয়েছে UR Cristianoর সাবস্ক্রাইবার সংখ্যা। লাফিয়ে বাড়ছে সেই সংখ্যাটাও।