shono
Advertisement

বছরভর রোনাল্ডোর শাসন, কেন-এমবাপেকে ছাপিয়ে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ মহানায়ক

আল ইত্তিহাদের বিরুদ্ধে জোড়া গোল রোনাল্ডোর।
Posted: 01:04 PM Dec 27, 2023Updated: 01:37 PM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক জাদুকর। তিনি রেকর্ড গড়েন। রেকর্ড ভাঙেন। বয়সকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পর্তুগিজ মহানায়ক এখনও পাল্লা দিচ্ছেন কমবয়সি সব তারকাদের সঙ্গে। মুখে নয়, গোল করে রোনাল্ডো জানিয়ে দিচ্ছেন, বয়স কেবল একটা সংখ্যা মাত্রই। এই ৩৮-এও পর্তুগিজ মহানায়ক ফুল ফোটাচ্ছেন। তিনি-ই বছরের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন। 
মঙ্গলবার সৌদি লিগে ম্যাচ ছিল আল নাসেরের সঙ্গে আল ইত্তিহাদের। আল নাসের (Al Nassr) উড়িয়ে দিয়েছে ইত্তিহাদকে। আল নাসেরের পাঁচ গোলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জোড়া গোল। সৌদি প্রো লিগে আল নাসের ৫-২ গোলে হারিয়েছে আল ইত্তিহাদকে। ‘সিআর সেভেন’ পেনাল্টি থেকেই জোড়া গোল করেন।
দ্বিতীয় গোলটি করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন। রোনাল্ডোর পিছনে এখন হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হ্যালান্ডকে। বয়স ৩৮ হয়ে গেলেও রোনাল্ডো এখনও মাঠে নেমে ম্যাজিক দেখাচ্ছেন। গোল করছেন, গোল করাচ্ছেন। নবীন ফুটবলারদের অনুপ্রেরণা তিনি। 

Advertisement

[আরও পড়ুন: শুরু আইপিএলের প্রধান স্পনসর খোঁজার প্রক্রিয়া, চিনা সংস্থাকে ফের ব্রাত্য করছে বোর্ড]

পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা এখন ৫৩। এক্স হ্যান্ডলে আল নাসের রোনাল্ডো বন্দনা করেছে, ”আল নাসের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল ইত্তিহাদের বিরুদ্ধে  নিজের ৫৩-তম গোলটি করে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হন। পিছনে ফেলে দিলেন কিলিয়ান এমবাপে, হ্যারি কেনকে। যাঁরা ৫২টি করে গোল করেছেন।” নরওয়ের তারকা হ্যালান্ডের গোলসংখ্যা ৫০। সেই কারণেই আল নাসের হ্যালান্ডের কথা উল্লেখ করেনি। 

চলতি বছর ৫৮ ম্যাচে ৫৩টি গোল করেন রোনাল্ডো। অ্যাসিস্ট করেছেন ১৫টি। প্রতি ৭৫ মিনিট পর পর একটি করে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। আল নাসেরের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে চলতি বছরে। বছরের শেষ ম্যাচে রোনাল্ডো যে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেবেন তা বলাই বাহুল্য। চলতি বছর রোনাল্ডো একটি  ম্যাচ পেলেও হ্যারি কেন বা কিলিয়ান এমবাপের আর কোনও ম্যাচ নেই এই বছর।

[আরও পড়ুন: শাহ-নাড্ডার সফরের মাঝেই অপসারিত অনুপম, দল বিরোধী মন্তব্যের শাস্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement