সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও তাঁর অনুগামীদের জন্য ধাক্কা। মেজাজ হারিয়ে অশ্লীল অঙ্গভঙ্গির করার দায়ে এবার পর্তুগালের মহাতারকা বিপাকে পড়লেন। আল নাসেরের ( Al Nassr FC) অধিনায়ককে আর্থিক জরিমানা-সহ এক ম্যাচের জন্য নির্বাসিত করল সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। আল শাবাবের বিরুদ্ধে খেলছিলেন সিআর সেভেন (CR 7)। ম্যাচ শেষে প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (Lionel Messi) নামের স্লোগান শুনতেই অশালীন আচরণ করেছিলেন স্ট্রাইকার।
আর তাই রোনাল্ডোকে বড় অংকের আর্থিক জরিমানার নির্দেশ দিল সৌদি ফুটবল ফেডারেশন (Saudi Football Federation)। তাঁকে ১০, ০০০ সৌদি রিয়াল (ভারতীয় মুদ্রায় ২, ২১, ০৩৭, ৭৬ টাকা) জরিমানা দিতে হবে। এমনকি সেই দেশের ফুটবল সংস্থা বিপক্ষের ক্লাব আল শাবাবকেও আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। আল শাবাবকে ২০, ০০০ সৌদি রিয়াল (ভারতীয় মুদ্রায় ৪, ৪২, ০৮১, ২৫ টাকা) প্রদান করতে হবে।
[আরও পড়ুন: ময়দানে গড়াপেটা নিয়ে বিস্ফোরণ শ্রীবৎসের, কাঠগড়ায় সিএবি যুগ্ম সচিব]
কিন্তু কেন জরিমানার মুখে পড়লেন সিআর সেভেন?
সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জিতেছিল আল নাসের। সেই জয়ের পরেই রোনাল্ডো অশ্লীল অঙ্গভঙ্গি করেন। ম্যাচের শেষে রোনাল্ডোকে লক্ষ্য করে আল শাবাবের সমর্থকরা ‘মেসি… মেসি…’ স্লোগান দিচ্ছিলেন। যা শুনে রোনাল্ডো প্রথমে দুই কানের পিছনে হাত দিয়ে সেই ধ্বনি শোনার ভঙ্গি করেন। পরক্ষণের তাঁকে দেখা যায় অশ্লীল অঙ্গভঙ্গি করতে। যার ফলে প্রবল সমালোচিত হচ্ছেন পর্তুগিজ তারকা। সেই ভিডিও সোশাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এর আগেও প্রবল মেসির নামে স্লোগান শুনতেই মেজাজ হারিয়েছিলেন রোনাল্ডো। এবারও তেমনটাই ঘটল। বিষয়টি নজরে আসার পরেই তদন্ত শুরু করছিল সৌদি ফুটবল ফেডারেশন। রোনাল্ডো যদি দোষী প্রমাণিত হলে তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হবে। এমনটাই শোনা গিয়েছিল। আর সেটাই হল। আল নাসেরের হয়ে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না, দলের অধিনায়ক।