shono
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

'এখনও ফুরিয়ে যাইনি', হুংকার রোনাল্ডোর, ব্যালন ডি'ওরে ভিনিসিয়াসকে 'বঞ্চনা'র প্রতিবাদ CR7-র

মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের সম্মান 'গ্লোব সকার অ্যাওয়ার্ড'-এ ভূষিত হলেন রোনাল্ডো।
Published By: Arpan DasPosted: 09:26 PM Dec 28, 2024Updated: 09:26 PM Dec 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোনাল্ডোর মুকুটে নয়া পালক। মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের সম্মান 'গ্লোব সকার অ্যাওয়ার্ড'-এ ভূষিত হলেন তিনি। সেই সঙ্গে সর্বকালের সবচেয়ে গোলদাতা হওয়ার জন্য আলাদা সম্মানও দেওয়া হল তাঁকে। তারপর ৫ বারের ব্যালন ডি'ওর জয়ী ফুটবলার মতামত রাখলেন একাধিক বিষয়ে। সেখানে উঠে এসেছে ভিনিসিয়াসের ব্যালন ডি'ওর না পাওয়া থেকে নিজের কেরিয়ারের প্রসঙ্গ।

Advertisement

এবার প্রত্যাশা জাগিয়েও ব্যালন ডি'ওর পাননি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস। তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে ফুটবল দুনিয়ার একাংশ। রোনাল্ডো নিজেও মনে করেন ভিনির সঙ্গে 'বঞ্চনা' হয়েছে। ব্যালন ডি'ওরের সমালোচনা করে পর্তুগিজ মহাতারকা বলেন, "ভিনিসিয়াসের ব্যালন ডি'ওর পাওয়া উচিত ছিল। ওর না পাওয়া অন্যায়। সেটা আমি সবার সামনে বলতে চাই। রদ্রিও যোগ্য, কিন্তু ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, ফাইনালে গোল করেছে।"

রোনাল্ডো ইউরোপ ছেড়েছেন অনেকদিন। এখন সৌদি প্রো লিগে দাপিয়ে বেড়াচ্ছেন। আর কতদিন খেলবেন তিনি? গ্লোব সকার পুরস্কার পেয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো বলছেন, "এই পুরস্কার পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আমার বড় ছেলে, বৌ (জর্জিনা) এখানে আছে। আমার সবচেয়ে বড় সমর্থক ও। একমাস পরে আমি ৪০ বছরে পা দেব। কিন্তু আমি এখনও ফুরিয়ে যাইনি। আমি এখনও খেলা চালিয়ে যাব, কারণ আমি ট্রফি জিততে চাই। আমি চ্যাম্পিয়ন হতে চাই। আরও অনেক গোল করতে চাই। জাতীয় দলের হয়েও জয় পেতে চাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোনাল্ডোর মুকুটে নয়া পালক। মধ্যপ্রাচ্যের সের ফুটবলারের সম্মান 'গ্লোব সকার অ্যাওয়ার্ড'-এ ভূষিত হলেন তিনি।
  • সেই সঙ্গে সর্বকালের সবচেয়ে গোলদাতা হওয়ার জন্য আলাদা সম্মানও দেওয়া হল তাঁকে।
  • তারপর ৫ বারের ব্যালন ডি'ওর জয়ী ফুটবলার মতামত রাখলেন একাধিক বিষয়ে।
Advertisement