স্টাফ রিপোর্টার: জয় দিয়ে একটা বছর শেষ হয়েছে। এবার জয় দিয়ে নতুন বছর শুরু করাই লক্ষ্য মোহনবাগানের। ২ জানুয়ারি ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। রবিবার থেকে সেই ম্যাচেরই প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির।
নতুন বছরের দ্বিতীয় দিনেই ম্যাচ। ফলে নববর্ষে পুরোদমে ছুটি দেওয়ার উপায় নেই ফুটবলারদের। তাও দিল্লি থেকে পাঞ্জাব এফসি ম্যাচ খেলে ফিরে দলকে একদিন বাড়তি ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। শনিবার সেই ছুটি কাটিয়ে রোববার থেকে মাঠে নেমে পড়েন জেসন কামিংসরা। ঘণ্টা দুয়েক অনুশীলন করে মোহনবাগান। মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরই জোর দিয়েছিলেন কোচ মোলিনা। পরের দিকে ফুটবলারদের দু’দলে ভাগ করে পাসিং ও ডিফেন্সিভ অর্গানাইজেশনের অনুশীলনও করান তিনি। তবে এদিনও সাইড লাইনে রিহ্যাব সারলেন দিমিত্রি পেত্রাতোস। যা খবর, হায়দরাবাদ ম্যাচে তিনি নেই। ডার্বির আগে তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে। মাঠে এলেও অনুশীলন করেননি আপুইয়া। পাঞ্জাব ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ট্রেনিং গ্রাউন্ড ছাড়ার সময় এদিন এই মিডফিল্ডার জানিয়েছেন, হালকা চোট থাকায় অনুশীলনে নামেননি তিনি। এমনিও চারটি হলুদ কার্ড দেখে ফেলায় পরের ম্যাচে নেই আপুইয়া।
এর মধ্যেই সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য। ক্রমশ ফিট হয়ে উঠছেন গ্রেগ স্টুয়ার্ট। গতকাল পুরোদমেই দলের সঙ্গে ফিটনেস ট্রেনিং করেন এই স্কটিশ মিডফিল্ডার। পরে দু’দলে ভাগ হয়ে খেলার সময়ও ছিলেন তিনি। যা খবর, হায়দরাবাদ ম্যাচ থেকেই স্কোয়াডে ফিরতে পারেন তিনি। যদিও ডার্বির কথা মাথায় রেখে স্টুয়ার্টকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান। সেক্ষেত্রে বিশেষ প্রয়োজন না হলে হায়দরাবাদ ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা কম। গতকাল অনুশীলনে আসেননি আর এক চোট পাওয়া ফুটবলার আশিক কুরুনিয়ন। অন্যদিকে, বিয়ের জন্য ছুটি নিয়েছেন ফরোয়ার্ড মনবীর সিং। তিনি ১ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন।