shono
Advertisement
Cristiano Ronaldo

পেনাল্টি নেওয়ার সময়ে রোনাল্ডোর হৃদস্পন্দন ছিল সর্বনিম্ন, মহাতারকাকে নিয়ে বেরিয়ে এল নয়া তথ্য

কত ছিল রোনাল্ডোর হৃদস্পন্দন?
Published By: Krishanu MazumderPosted: 04:41 PM Jul 03, 2024Updated: 04:41 PM Jul 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্তুগাল-স্লোভেনিয়া ম্যাচ শেষ হইয়াও যেন হইল না শেষ! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পেনাল্টি নষ্টের রেশ মিটতে না মিটতেই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে নয়া তথ্য উঠে আসছে। সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে শুট আউটের প্রথম শট নেওয়ার আগে রোনাল্ডোর হৃদস্পন্দন সর্বনিম্ন ছিল।
রোনাল্ডোর কান্না নিয়ে গোটা বিশ্বে চর্চা হচ্ছে। কেউ লিখেছেন, কান্নার মাধ্যমে টেনশন, চাপ, চিন্তা কমিয়ে দেয়। পেনাল্টি শুট আউটের সময়ে রোনাল্ডোর হৃদস্পন্দন কেন কমে গিয়েছিল, তার কারণ অবশ্য জানা নেই। পর্তুগিজ মহানায়ক তাঁর কব্জিতে জড়িয়ে রাখেন হুপ ৪ নামের একটি স্ট্র্যাপ। সেটার মাধ্যমেই রোনাল্ডোর নানা শারীরিক প্যারামিটার পরিমাপ করা হয়। তার মাধ্যমেই জানা গিয়েছে পেনাল্টি শুট আউট নেওয়ার সময়ে তাঁর হৃদস্পন্দন কমে যায় বহুগুণে।  

Advertisement

[আরও পড়ুন: একটাই গোল, বার বার মাস্ক বদল! ইউরোয় এমবাপকে নিয়ে শোরগোল]

 

রোনাল্ডোর পেনাল্টি নষ্টের দিনে উজ্জ্বল পর্তুগিজ গোলকিপার দিয়েগো কোস্তা। তিনি তিনটি শট বাঁচিয়ে ম্যাচ জিতিয়ে দেন পর্তুগালকে। স্বপ্ন বেঁচে থাকে রোনাল্ডোর। সেই হুপ ৪-এর মাধ্যমে জানা যাচ্ছে, প্রথম পেনাল্টি শটটি মারার সময়ে সিআর সেভেনের হৃদস্পন্দন ছিল ১০০ বিপিএম।
প্রথম পেনাল্টি থেকে রোনাল্ডো গোল করে এগিয়ে দেন পর্তুগালকে। দ্বিতীয় শট থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করার পরে রোনাল্ডোর হৃদস্পন্দন ছিল ১২৫ বিপিএম। কোস্তা তৃতীয় পেনাল্টি শটটিও বাঁচান। রোনাল্ডোর কাছে ততক্ষণে পরিষ্কার হয়ে যায় ম্যাচ জিতছে পর্তুগালই। বার্নার্দো সিলভা পেনাল্টি মারতে যাওয়ার সময়ে রোনাল্ডোর হৃদস্পন্দন ছিল ১৭০ বিপিএম। 
কেরিয়ারের সায়াহ্নে পৌঁছেও রোনাল্ডো কিন্তু খবরের মধ্যে। পেনাল্টি নষ্ট করে তিনি শিরোনামে। হৃদস্পন্দন কমে যাওয়াতেও তিনি খবর। ফ্রান্সের বিরুদ্ধে পর্তুগালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মার্টিনেজের আস্তিনের আসল তাস সেই রোনাল্ডোই। সাফল্যের পিছনে নিরন্তর ধাওয়া করে চলেছেন রোনাল্ডো। তাঁর অনন্ত তৃষ্ণা। এই তৃষ্ণাই রোনাল্ডোকে এখনও এগিয়ে নিয়ে যাচ্ছে। 

[আরও পড়ুন: ফ্রান্সের নির্বাচনে অতি দক্ষিণপন্থীদের জয়জয়কার, ইউরোর মাঝে আতঙ্কিত কৃষ্ণাঙ্গ ফুটবলাররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পর্তুগাল-স্লোভেনিয়া ম্যাচ শেষ হইয়াও যেন হইল না শেষ!
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পেনাল্টি নষ্টের রেশ মিটতে না মিটতেই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে নয়া তথ্য উঠে আসছে।
  • সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে শুট আউটের প্রথম শট নেওয়ার আগে রোনাল্ডোর হৃদস্পন্দন সর্বনিম্ন ছিল।
Advertisement