সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথা রঙিন দেওয়ালে কারুকার্য, আবার কোথাও আকাশ থেকে নেমে আসছে রেল ইঞ্জিন। কোথাও আবার মাথার উপর আস্ত ডাইনোসরের কঙ্কাল! শিল্পীর নানান সৃষ্টিতে এইভাবেই সমৃদ্ধ হল বেহালা ১৪ নম্বর। কেন? ওই এলাকায় এখন শিল্পকর্মের মেলা বসেছে বলাই যায়। কারণ, সেখানে শুরু হয়েছে বেহালা আর্ট ফেস্ট, যার পোশাকি নাম ‘বেহুলা’। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার খ্যাতনামা শিল্পীদের হাতযশে সেজে নানান শিল্পকর্মে সেজে উঠেছে গোটা পাড়া। অভিনব এই শিল্প উৎসবের উদ্যোগে বেহালা নূতন সংঘ। যার ডিজিটাল সহযোগী সংবাদ প্রতিদিন ডিজিটাল।
কথায় আছে, এই পথ দিয়েই ভেলা ভাসিয়ে লখিন্দরের মৃতদেহ নিয়ে স্বর্গের উদ্দেশে রওনা হয়েছিল বেহুলা। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় বেহালা। আর মনসামঙ্গলের সেই বেহুলা-লখিন্দরের গল্পকে ভিত্তি করেই বেহালা আর্ট ফেস্টের আরেক নাম বেহুলা। প্রথিতযশা শিল্পী যেমন সনাতন দিন্দা, ভবতোষ সুতার, বিশ্বনাথ দে, রূপক বসু, বিমল সামন্ত, মল্লিক দাস সুতার, প্রদীপ দাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বর উপস্থিতি ও প্রয়াসে সেজে উঠেছে বেহালা ১৪ নম্বর এলাকা। স্থানীয় তরুণ তুর্কিরাও হাত লাগিয়েছে পাড়া সাজাছে। রাত জেগে রাস্তাজুড়ে আলপনা দিয়েছে তারা।
[আরও পড়ুন: বিদেশি খেলনায় আমদানি শুল্ক বৃদ্ধি, প্রতিবাদে বিক্ষোভে কলকাতার ব্যবসায়ীরা]
সাধারণত শিল্পকর্ম প্রদর্শনীর সেরা ঠিকানা আর্ট গ্যালারি। কিন্তু চার দেওয়ালের ভিতরে সেই সৃষ্টি সর্বসাধারণের সমক্ষে সবসময় পৌঁছয় না। শিল্পীদের কাজ দেখার জন্য অনেক সময় দুর্গাপুজো পর্যন্ত অপেক্ষা করতে হয় শিল্পপিপাসু মানুষদের। কারণ, দুর্গাপুজোই সবচেয়ে বড় মাধ্যম শিল্পকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য। এখন অবশ্য কালীপুজো, জগদ্ধাত্রী পুজোতেও শিল্পীদের কাজ দেখা যায়। কিন্তু সেসবের বাইরে এবার বেহালা নূতন সংঘ সাধারণ মানুষের সামনে শিল্পীদের সৃষ্টি তুলে ধরার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে। ক্লাব প্রাঙ্গণ-সহ গোটা পাড়াজুড়ে সেজে উঠেছে শিল্পকর্মে।
শিল্পী সনাতন দিন্দা, ভবতোষ সুতার, বিশ্বনাথ দে-রা জানিয়েছেন, বেহালা নূতন সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পুজোর বাইরেও শিল্পকর্ম সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য কলকাতায় এমন উদ্যোগ প্রথম। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত হোক এই আশাই রাখেন তাঁরা। বেহালা আর্ট ফেস্ট- বেহুলা শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই শিল্প উৎসবের ডিজিটাল সহযোগী সংবাদ প্রতিদিন ডিজিটাল। আসুন, উপভোগ করুন এই শিল্প উৎসব। না এলে বড় মিস!
ছবি: পিন্টু প্রধান
The post রঙিন শিল্পকর্মে সেজে উঠেছে পাড়া, বেহালায় অভিনব শিল্প উৎসব ‘বেহুলা’ appeared first on Sangbad Pratidin.