shono
Advertisement

Breaking News

নাড্ডার কনভয়ে হামলা থেকে শিক্ষা? ভিভিআইপি নিরাপত্তায় রাজ্যে আরও দুই কোম্পানি CRPF

জানা গিয়েছে, বিধানসভা ভোট পর্যন্ত রাজ্যেই মোতায়েন থাকবে এই বাহিনী।
Posted: 10:55 AM Jan 02, 2021Updated: 10:55 AM Jan 02, 2021

স্টাফ রিপোর্টার: মারকাটারি ঠান্ডায় রাজ্যবাসী জবুথবু হলেও ক্রমশই বাড়ছে নির্বাচনী (Assembly Election 2021) উত্তাপ। আপাতত যে ইস্যুকে সামনে রেখে আগুনে তুষ দিচ্ছে বিরোধীরা তা হল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। দিল্লিতে কমিশনের দপ্তরে দরবার থেকে শুরু করে ডেপুটি নির্বাচন কমিশনারের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় পরিস্থিতি আরও বিগড়েছে। তাই সব দিক মাথায় রেখে ভোটের অনেকটা আগেই দুই কোম্পানি সিআরপিএফ পাঠানো হচ্ছে রাজ্যে।

Advertisement

জানা গিয়েছে, বিধানসভা ভোট পর্যন্ত রাজ্যেই মোতায়েন থাকবে এই বাহিনী। মূলত ভিভিআইপির (VVIP) নিরাপত্তার ক্ষেত্রে এদের কাজে লাগানো হবে। কারণ ভোটের আগে স্বাভাবিকভাবে দিল্লির হেভিওয়েট নেতারা রাজ্যে প্রচারে আসবেন। আপাতত দুর্গাপুর ও খড়গপুরে বেস ক্যাম্প করবে বাহিনী। যেখানে প্রয়োজন ওই বেস ক্যাম্প থেকে বাহিনীকে তখন সেখানে পাঠানো হবে বলে আপাতত জানা যাচ্ছে।

[আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষে দিনহাটায় চলল গুলি, জখম ব্যবসায়ী ও সিভিক ভলান্টিয়ার]

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে বার্তা দিতেই ভোটের এতটা আগে রাজ্যে বাহিনী পাঠানো হচ্ছে। নাড্ডার (J.P.Nadda) কনভয় হামলার পরই আইপিএস বদলি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে নজিরবিহীন বিবাদে জড়িয়েছে রাজ্য। সে কারণেই বাহিনী পাঠিয়ে এবার রাজ্যকে বার্তা দিতে চেয়েছে তারা। যদিও ভোটের আগে বাহিনী আসা নতুন কিছু নয়। গত নির্বাচনের আগেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (CRPF) এসেছিল। এবারও তার পুনরাবৃত্তি হবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ভাটার সময়ও মিলবে বোট অ্যাম্বুলেন্স‌ পরিষেবা, প্রশাসনের উদ্যোগে খুশি সাগরদ্বীপের বাসিন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement