shono
Advertisement
Jammu and Kashmir

ফের রক্তাক্ত কাশ্মীর! উধমপুরে জঙ্গি হামলায় শহিদ CRPF আধিকারিক

সোমবার পাহাড়ি এলাকায় CRPF জওয়ানদের চেক পোস্টে আচমকা হামলা চালায় জঙ্গিরা।
Published By: Kishore GhoshPosted: 06:31 PM Aug 19, 2024Updated: 07:03 PM Aug 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত উপত্যকা। এবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন এক CRPF আধিকারিক। সোমবার উধমপুরের পাহাড়ি এলাকায় CRPF জওয়ানদের একটি চেক পোস্টে আচমকা হামলা চালায় জঙ্গিরা। সেই সময় গুলিবিদ্ধ হন ওই CRPF আধিকারিক। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

Advertisement

CRPF সূত্রে জানা গিয়েছে, উধমপুরের দাদু এলাকার পুলিশ চৌকি থেকে ৮ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় ছিল ওই CRPF চেকপোস্ট। সম্প্রতি জঙ্গি তৎপরতা রুখতে ওই চেক পোস্টটি তৈরি করা হয়েছিল। সেখানেই সোমবার হামলা চালায় জঙ্গিরা। তাতেই গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ওই আধিকারিক। ঘটনাস্থলে বাড়তি বাহিনী পাঠিয়েছে আধাসেনা। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন CRPF জওয়ানরা।

 

[আরও পড়ুন: সীমান্তে ভ্রাতৃত্বের বন্ধন, জওয়ানদের হাতে রাখি পরালেন কাশ্মীরের বোনেরা]

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, দেশের একাধিক জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলার ছক কষছে জঙ্গিরা। গত ১৪ আগস্ট জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকের। ডোডা জেলার আসসর এলাকায় চার জঙ্গির খোঁজে গিয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই সময় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই ক্যাপ্টেন পদ মর্যাদার সেনা আধিকারিকের।

 

[আরও পড়ুন: মায়ের কোল থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! প্রকাশ্যে ভয়াবহ ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা।
  • উধমপুরের দাদু এলাকার পুলিশ চৌকি থেকে ৮ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় ছিল ওই CRPF চেকপোস্ট।
Advertisement