shono
Advertisement

হাঁটুর চোট নিয়েই আইপিএলের মাঠ কাঁপাচ্ছেন ৪১-এর ধোনি, ফাঁস করলেন কোচ

Posted: 02:05 PM Apr 13, 2023Updated: 02:05 PM Apr 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপের মুখে বড় শট খেলে ম্যাচ জেতাতে সিদ্ধহস্ত তিনি। বড় শটের পাশাপাশি বিদ্যুৎগতিতে রান নিয়ে ফিল্ডারদের চাপেও ফেলে দিতে পারেন। সেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) রান নেওয়ার গতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তাঁরই প্রাক্তন সতীর্থ ম্যাথু হেডেন। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা সাফ বলে দিলেন, নিশ্চয়ই চোটের সমস্যা রয়েছে ধোনির। সেই কারণেই দ্রুত গতিতে রান তুলতে পারছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী দিনেও এই চোটের কারণে সমস্যায় পড়বেন ধোনি, আশঙ্কা অজি ব্যাটারের। তবে চেন্নাই (Chennai Super Kings) কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, হাঁটুর চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন মাহি। 

Advertisement

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুরন্ত ছন্দেই দেখা যায় ধোনিকে। মাত্র ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। বড় শট মারলেও গুরুত্বপূর্ণ সময়ে খুচরো রান নিতে সমস্যায় পড়েন তিনি। জাদেজার মতো ব্যাটার সঙ্গে থাকলেও মন্থর গতিতে উইকেটের মাঝখানে দৌড়ন ধোনি। শেষ পর্যন্ত মাত্র ৩ রানের ব্যবধানে হারতে হয় চেন্নাই সুপার কিংসকে।

[আরও পড়ুন: ২০১৪ টেট: ভুল প্রশ্নের নম্বর দিতে হবে সব পরীক্ষার্থীকে, নির্দেশ হাই কোর্টের]

ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলে হেডেন বলেন, হয়তো চোটের সমস্যা নিয়েই খেলে যাচ্ছেন ধোনি। সিএসকের প্রাক্তন তারকা বলেন, "ধোনির কোনও সমস্যা নেই, ভক্তদের কাছে এমন ভুল ধারণা দেওয়া ঠিক নয়। অবশ্যই ভালরকম সমস্যায় ভুগছেন ধোনি। সাধারণত বিদ্যুতের গতিতে দৌড়ে রান নেয়। খুব সহজেই দুই রান দৌড়তে পারে।"

তবে হেডেন একা নন, ক্রিকেটভক্তদেরও চোখে পড়েছে ধোনির ব্যর্থতা। ইনিংসের শেষ দিকে কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিয়েছেন তিনি। সেই প্রসঙ্গ উল্লেখ করে হেডেন বলেছেন, "সকলেই দেখেছে ধোনি কীভাবে খোঁড়াচ্ছিল। মনে হয় এবার ধোনিকে নিজের চোট নিয়ে ভাবতে হবে। যদি টুর্নামেন্টে ভাল ভাবে খেলতে হয় তাহলে মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করে নিজের চিকিৎসা করাতে হবে।" তবে এই প্রসঙ্গে ভক্তদের দুশ্চিন্তা কাটিয়েছেন চেন্নাই কোচ। ফ্লেমিং বলেন, হাঁটুর চোট থেকে সেরে উঠছে ধোনি। তাই ওর নড়াচড়া করতে সমস্যা হচ্ছে। ধোনির মতো অসাধারণ খেলোয়াড়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলাই উচিত নয়।" 

[আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল, আদালত চত্বরে দাঁড়িয়ে কী বললেন পার্থ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement