shono
Advertisement

ঝাড়খণ্ডের পর দিল্লিতেও ধরাশায়ী হতে পারে বিজেপি, ইঙ্গিত জনমত সমীক্ষায়

মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালই প্রথম পছন্দ দিল্লিবাসীর, বলছে সমীক্ষা The post ঝাড়খণ্ডের পর দিল্লিতেও ধরাশায়ী হতে পারে বিজেপি, ইঙ্গিত জনমত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:16 PM Jan 06, 2020Updated: 07:16 PM Jan 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর দিল্লিতেও বড়সড় ধাক্কা খেতে পারে বিজেপি। রাজধানীর বুকে ক্ষমতা দখল তো দূরের কথা, দশেরও নিচে নেমে যেতে পারে গেরুয়া শিবির। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে এবিপি নিউজ-সি ভোটারের জনমত সমীক্ষা। ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, দিল্লিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়বে আম আদমি পার্টি। অনেক পিছিয়ে প্রধান বিরোধী দল হবে বিজেপি।

Advertisement


এবিপি সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি একাই পেতে পারে ৫৯টি আসন। অন্যদিকে, বিজেপি অনেক পিছনে মাত্র ৮টি আসনে থেমে যেতে পারে। কংগ্রেস পেতে পারে সাকূল্যে ৩টি আসন। সি-ভোটারের সমীক্ষা বলছে, দিল্লিতে আম আদমি পার্টি পেতে পারে ৫৪ থেকে ৬৪ আসন। যাঁর মাঝামাঝি সংখ্যা ধরলে দাঁড়ায় ৫৯। একইভাবে বিজেপি পেতে পারে ৩-১৩ টি আসন। কংগ্রেস পেতে পারে ০-৬টি আসন। ভোট শতাংশের বিচারেও বিজেপির থেকে কয়েকশো যোজন এগিয়ে কেজরিওয়ালের দল। সি-ভোটার বলছে আম আদমি পার্টি পেতে পারে প্রায় ৫৪ শতাংশ ভোট। অন্যদিকে, বিজেপি পেতে পারে এর অর্ধেকেরও কম। অর্থাৎ ২৬ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে কমবেশি ৫ শতাংশ ভোট।

[আরও পড়ুন: ‘১১ ফেব্রুয়ারি দেখা হচ্ছে’, বিজেপিকে খুল্লমখুল্লা চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের!]

মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকেই পছন্দ করছেন ৭০ শতাংশ দিল্লিবাসী। দ্বিতীয় পছন্দ হিসেবে দিল্লিবাসী বেছে নিয়েছে বিজেপির হর্ষ বর্ধন এবং কংগ্রেসের অজয় মাকেনকে। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিকে মুখ্যমন্ত্রী পদে পছন্দ করছেন মাত্র ১ শতাংশ মানুষ। এই সমীক্ষাটি করা হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহেই।

[আরও পড়ুন: বন্ধুত্বের পুরস্কার! এবার পওয়ারকে রাষ্ট্রপতি করার দাবি তুলল শিব সেনা]

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ৭০ আসনের দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি পেয়েছিল ৩টি আসন। কংগ্রেস কোনও আসন পায়নি। এবছর কেজরিওয়ালকে গদিচ্যুত করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। নিজেদের সর্বশক্তি দিয়ে রাজধানী দখলের চেষ্টা করছেন গেরুয়া নেতারা। কিন্তু, তা সত্ত্বেও এবিপির সমীক্ষা অনুযায়ী আপের ধারেকাছে যেতে পারছে না বিজেপি। অন্যদিকে, কংগ্রেস এবার খাতা খুললেও আম আদমি পার্টির ধারেকাছে নেই তাঁরা।

The post ঝাড়খণ্ডের পর দিল্লিতেও ধরাশায়ী হতে পারে বিজেপি, ইঙ্গিত জনমত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement