shono
Advertisement

Breaking News

কৃষককে ফাঁদে ফেলে জামতাড়া গ্যাং হাতিয়েছিল লক্ষাধিক টাকা, ফিরিয়ে দিল বীরভূম সাইবার ক্রাইম

খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে আনন্দিত ওই কৃষক। The post কৃষককে ফাঁদে ফেলে জামতাড়া গ্যাং হাতিয়েছিল লক্ষাধিক টাকা, ফিরিয়ে দিল বীরভূম সাইবার ক্রাইম appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Sep 02, 2020Updated: 04:14 PM Sep 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামতাড়া গ্যাংয়ের (Jamtara Gang) ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছিলেন বীরভূমের (Birbhum) এক কৃষক। বিষয়টি বোঝার পরই বীরভূম সাইবার ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তদন্তে নেমে খোয়া যাওয়া টাকা কৃষককে ফিরিয়ে দিলেন তদন্তকারীরা। পুলিশের ভূমিকায় খুশি ওই ব্যক্তি।

Advertisement

জানা গিয়েছে, বীরভূমের রাজনগরের রাউতাড়া গ্রামের বাসিন্দা উত্তমকুমার মণ্ডল নামে ওই কৃষক। মাস খানেক আগে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মী বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ফোন করেন একজন। জিএসটি সংক্রান্ত ভুল হয়েছে, একথা জানিয়ে তাঁর মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হয়। অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জেনে নেওয়া হয় তাঁর থেকে। এরপর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ১ লক্ষ ৬০ হাজার টাকা তুলে নেওয়া নেয়। বিষয়টি বুঝতে পেরেই বীরভূম সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন উত্তমবাবু। সেই অভিযোগের ভিত্তিতে আধিকারিকরা তদন্ত চালিয়ে জানতে পারেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই টাকায় গিফট কার্ড কেনা হয়েছে। এরপর সেই গিফট কার্ডের কোড বাতিল করে অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে ওই কৃষকের খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দেয় বীরভূমের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।

[আরও পড়ুন: ফটোশুটের সময় সবজি বিক্রেতাদের ‘হেনস্তা’ তরুণ-তরুণীদের, বর্ধমানে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ]

খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত উত্তমবাবু। সাইবার ব্রাঞ্চের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এতগুলো টাকা ফিরিয়ে দিতে পেরে খুশি তদন্তকারী। এই প্রথম নয়, আগেও বহুবার জামতাড়া গ্যাংয়ের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। এবিষয়ে বহুবার পুলিশের তরফে সকলকে সচেতন করা হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।

[আরও পড়ুন: বেলঘরিয়ার নিখোঁজ NEET পরীক্ষার্থীর স্কুটি ও হেলমেট মিলল বেলডাঙায়, ঘনাচ্ছে রহস্য]

The post কৃষককে ফাঁদে ফেলে জামতাড়া গ্যাং হাতিয়েছিল লক্ষাধিক টাকা, ফিরিয়ে দিল বীরভূম সাইবার ক্রাইম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement