shono
Advertisement

চোখ রাঙাচ্ছে ‘বিপর্যয়’! ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় কাঁপছে গুজরাট

অতি প্রবল ঘূর্ণিঝড়ের শেষ গন্তব্য হতে পারে পাকিস্তান!
Posted: 01:45 PM Jun 11, 2023Updated: 04:02 PM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব সাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। রবিবার এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে আগামী পাঁচ বছর প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে গুজরাট (Gujarat)। বিশেষ করে সৌরাষ্ট্র-কচ্ছ উপকূল।

Advertisement

এখনও পর্যন্ত বিপর্যয়ের যা গতিবিধি, তাতে মনে করা হচ্ছে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল হয়ে ক্রমশ উত্তরদিকে এগিয়ে পাকিস্তানে চলে যাবে ওই ঘূর্ণিঝড়। এমতাবস্থায় পাকিস্তান সরকারও সতর্ক রয়েছে। সিন্ধ প্রদেশ ও বালোচিস্তানের প্রশাসনকে সজাগ থাকা পরামর্শ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: মোদিকে অপছন্দ হতেই পারে, কিন্তু তাঁকে নিয়ে কুকথা বলা উচিত নয়: গুজরাট হাই কোর্ট]

গুজরাটের পাশাপাশি কেরল, কর্ণাটক ও লাক্ষাদ্বীপেও মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাটের জনপ্রিয় সৈকত তিথল পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সমুদ্রে ইতিমধ্যেই অতিকায় ঢেউ উঠতে শুরু করেছে। বইছে প্রবল ঝোড়ো বাতাস।

তবে বিপর্যয়ের কোনও প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই। এদিকে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পর কেরলে ঢুকেছে বর্ষা। প্রাক বর্ষার বৃষ্টিও চলছে। কিন্তু বাকি দেশ বিশেষ করে বাংলায় কবে ঢুকবে বর্ষা? হাওয়া অফিস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। রবিবারের মধ্যে বাংলায় বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গ দিয়েই বর্ষা প্রবেশ করে বাংলায়।

[আরও পড়ুন: মানুষের মতোই আবেগ, অনুভূতি আছে পশুদেরও, মন্তব্য বম্বে হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement